বাবার ৩৮ লক্ষ টাকা হাতিয়ে দেরাদুন পাড়ি মেয়ের

আচমকা বাড়ি থেকে উধাও ৩৮ লক্ষ টাকা। দু’দিন পর অর্থাৎ বৃহস্পতিবার বাড়ি থেকে উধাও বাড়ির মেয়ে। ১৪ বছরের মেয়ে নিখোঁজ। সেইসঙ্গে ওই কিশোরীর আরও কয়েকজন বন্ধু। ঘুম উড়ে গিয়েছিল দিল্লির ওই পরিবারের। রহস্যের সমাধান হল শনিবার। মিলল মেয়ে আর টাকা, দুটোই একসঙ্গে। আর গল্পটা হল পড়াশোনা একঘেয়ে লাগছিল এমন এক মেয়ের। তাই প্রচুর শপিং করার আশায় টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে পাড়ি দেরাদুন।
তাকে পাকড়াও করার পর ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, স্কুলের পড়াশোনা একঘেয়ে লাগছিল। বাড়িতেও ভাল লাগছিল না। টিভিতে সে জানতে পারে নতুন ছবি ‘ওসান’স ইলেভেন’-এর গল্প। আর সেটা দেখেই তার মাথায় আসে দেরাদুন যাওয়ার প্ল্যান। রাজি হয়ে যায় বন্ধুরাও। একটা জমির ডিলে বাবা ৩৮ লক্ষ টাকা পেয়েছিল সে জানত। বাবা-মা বাড়ির বাইরে যেতেই আলমারি খুলে সে বের করে নেয় সেই টাকা। দু’দিন পরই সে উধাও।
তদন্ত শুরু হয় ডিসিপি মনদীপ রানধওয়ার নেতৃত্বে। ওই নাবালিকা ও তার বান্ধবীদের মোবাইল সুইচড অফ ছিল। দেখা যায় এলাকার ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি ট্যাক্সি ফেরেনি। সেই ট্যাক্সির চালককে ফোন করা হলে সে জানায় দেরাদুনের হোটেলে তাদের নামিয়ে দিয়ে ফিরছে সে। কোনও ট্রেন না ধাক্কায় ট্যাক্সি করেই রওনা দেয় তারা। ১১,০০০ টাকা ভাড়া দেয় ট্যাক্সিকে। ১০,০০০ টাকার একটি লাক্সারি হোটেলের স্যুট বুক করে। জুতো, ব্যাগ, জামা কিনে তারা উড়িয়ে দেয় প্রায় ৮০,০০০ টাকা।
অবশেষে শনিবার দিল্লি পুলিশ তাদের উদ্ধার করে। তাদের কাছ থেকে ৩৭ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
গত মঙ্গলবারের ঘটনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন