বাবা ও সৎ মায়ের ফাঁসি : মেয়ে হত্যার দায়ে

মেয়েকে হত্যা দায়ে রংপুরে বাবা ও সৎ মায়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- বাবা আবু তাহের ও সৎ মা লাবনী বেগম।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফারুক মো. রিয়াজুল করিম জানান, ১৯৯৭ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়ফলিয়া গ্রামের সালেহা বেগমের সঙ্গে কাফ্রিখাল এলাকার আবু তাহেরের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক মেয়ে সন্তান জন্ম নেয়। মেয়েটির নাম রাখা হয় তানজিনা।
২০০৭ সালে আবু তাহের গোপনে একই এলাকার সোনা মিয়ার স্ত্রী লাবনীকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে দুই স্ত্রীর মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকতো।
২০০৭ সালের ১৩ ডিসেম্বর মেয়ে তানজিনা ও দ্বিতীয় স্ত্রী লাবনীকে নিয়ে শ্যামপুর এলাকায় বেড়াতে যান আবু তাহের। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় উপজেলার কাফ্রিখাল শিমুলতল এলাকায় স্বামী ও স্ত্রী দুজনে তানজিনাকে শ^াসরোধে হত্যা করে।
এসময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আবু তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করলেও লাবনী পালিয়ে যায়। ঘটনার পরদিন তানজিনার মামা সাদেকুল ইসলাম বাদী হয়ে ওই দু’জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন

মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন

রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন