মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবা তুমি মাঠে আর আমরা মাঠের বাহিরে, ভয় পেয়ো না!

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দারুণ এক জয়। সেটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও ডেথ ওভারে তাঁর অসাধারণ বোলিং নিশ্চিত করেছে বাংলাদেশের জয়। জেতার পর বাবা আবদুর রশিদ যথারীতি ভিডিও কনফারেন্স করলেন ছেলের সঙ্গে।

খেয়াল করলেন, এমন জয়েও ঝলমলে হাসিটার দেখা নেই তাসকিনের মুখে। বরং সেখানে কেমন এক বিষণ্নতার ছাপ। তবে কি খারাপ কিছু হয়েছে? বাবার মনে কু-ডাক ডেকে উঠল! তাসকিন জানিয়েছিলেন, এবার বিশ্বকাপে নিরাপত্তাকর্মীরা নাকি খুব বাড়াবাড়ি করছে। তাদের ‘ধমকাধমকি’ থেকে খেলোয়াড়েরাও নাকি বাদ যাচ্ছেন না! এই ধরনের কোনো সমস্যা হয়েছে? তা নয়। ফাস্ট বোলারদের সব সময়ই ছায়াসঙ্গী চোট। তবে কি আবার হানা দিল চোট? সেটিও নয়। তাহলে কী হয়েছে তাসকিনের? বাবার উদ্বেগের শেষ নেই।

তাসকিন ​লুকাতেই চেয়েছিলেন। বলবে না-বলবে না করেও বললেন। একটাই শর্ত, মা যেন জানতে না পারে। জানলে যে ভীষণ চিন্তা করবেন। আয়ারল্যান্ডের ম্যাচের পর আম্পায়াররা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, তাসকিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক! রশিদের বিশ্বাস করতে কষ্ট হয়, তবুও বাস্তবতা মেনে নেন। তাসকিন যাতে ভেঙে না পড়েন, সর্বোচ্চ চেষ্টা করেন। ছেলেকে বলেন, ‘জীবনে বাধা আসবে। বাধাকে ভয় পেয়ো না। ভয় পেলে এগোতে পারবে না।’

চারদিকে খবরটা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সেটি পৌঁছেও যায় মা সাবিনা ইয়াসমিনের কানেও। শোনার পর থেকেই বিষাদে ছেয়ে গেছে তাঁর মন। ছেলে অবশ্য মাকে আশ্বস্ত করেছেন, এটি কঠিন কোনো বিষয় নয়। উতরে যাবেন চেন্নাইয়ের অ্যাকশন পরীক্ষায়।

এর আগে বহুবার যাওয়া হয়েছে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে তাসকিনদের বাসায়। বেশির ভাগ সময় উপলক্ষ ছিল, বাংলাদেশ পেসারের নানা সাফল্যগাথায় বাবা-মায়ের প্রতিক্রিয়া জানা। স্বাভাবিকভাবে তখন বাসার পরিবেশটা ছিল অন্যরকম। কিন্তু আজ চিত্র ভিন্ন। তাসকিনের এমন কিছু হয়নি, তাতে শোকার্ত হতে হবে। তবু সবার মুখে উদ্বেগ-চিন্তার ছায়া।

এমনিতে আবদুর রশিদ মানসিকভাবে খুবই দৃঢ়। এমন পরিস্থিতিতেও নিজে শক্ত থাকছেন, ছেলেকেও সাহস জোগাচ্ছেন। তাসকিন অবশ্য বাবাকে বলেছেন, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। ক্যারিয়ারের শুরুতে এমন ঘটনা আমার জন্য ভালো হয়েছে। এতে সাবধান হওয়ার সুযোগ পাব। যদি ক্যারিয়ারের মাঝামাঝি কিংবা আরও পরে হতো, হয়তো খেলোয়াড়ি জীবনটাই হুমকির মধ্যে পড়ে যেত।’

তাসকিন একা নন; সন্দেহজনক বোলিংয়ে অভিযুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানিও। এ নিয়ে ক্ষুব্ধ সমর্থকেরা। বিশেষ করে সাদা চোখে দেখলেই বোঝা যায়, তাসকিনের অ্যাকশন নিয়ে সন্দেহ হওয়ার কথা নয়। যদি সমস্যা থেকেও থাকে, তাসকিন তো এত দিন ধরে খেলছেন। তখন কেন প্রশ্ন না করে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের শুরুতে গিয়ে এই ধাক্কা?

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা। তাসকিনের বাবা-মাও এতে খুঁজে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। আবদুর রশিদেরও প্রশ্ন, ‘ও ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। বাংলাদেশের হয়ে দারুণ করছে।

গত বছর বিশ্বকাপ খেলে এসেছে। ঘরের মাঠে একের পর এক সিরিজ-টুর্নামেন্টে খেলেছে। এত দিন কেন এ নিয়ে প্রশ্ন তোলা হলো না? যখন ওর উত্থানের সময়, তখনই কেন এমন তৎপরতা? ক্রিকেট এমনিতে মনস্তাত্ত্বিক খেলা। হয়তো কিছুই হবে না ওর। তবে ছেলেটা মানসিকভাবে বেশ চাপে পড়ে গেল।’

ছেলেকে তাঁর চেয়েও বেশি চেনেন বলেই জানেন, এই লড়াইও ঠিকই জিতে আসবে। তাসকিন যে ‘স্টাম্প’ ভেঙে ফেলতেই ভালোবাসেন!

এই সংক্রান্ত আরো সংবাদ

ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা