বাবা-মাকে হত্যা করিনি : ঐশী
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যা মামলায় মা-বাবাকে হত্যার কথা অস্বীকার করেছেন তাদের মেয়ে মামলাটির প্রধান আসামি ঐশী রহমান।
মঙ্গলবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ মামলাটির আত্মপক্ষ শুনানিতে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে আসা অভিযোগ পড়ে শোনানোর পর তাকে দোষী না নির্দোষ জিজ্ঞেস করলে তিনি লিখিতভাবে নির্দোষ দাবি করেন।
লিখিত বক্তব্যে ঐশী বলেন, রিমান্ডে নিয়ে পুলিশ লাঠি দিয়ে তাকে পেটায় এবং তাদের শেখানোর কথা আদালতে বলতে বলে। সে অনুযায়ী আদালতে তিনি জবানবন্দি দিয়েছেন। হত্যার ঘটনার আগেই তিনি বাসা থেকে চলেন যান। তার বাবা-মাকে তিনি হত্যা করেননি, তবে কে হত্যা করেছে তা তিনি বলতে পারেন না। তার জন্ম তারিখ ১৯৯৬ সালের ১৭ আগস্ট। সে অনুযায়ী তিনি নাবালক।
আদালত তার লিখিত বক্তব্য নথিভুক্ত করে আগামী ২০ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। এর আগে মামলাটিতে মোট ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
শুনানিকালে আসামি ঐশী রহমান, ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি ও আসাদুজ্জামান জনি আদালতে হাজির ছিলেন।
মামলাটির অপর আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি। নাবালক হওয়ায় অন্য আদালতে তার বিচার চলছে। মামমলাটিতে খাদিজা আক্তার সুমি ও রনি জামিন হয়েছে।
মামলাটিতে ২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর মো. আবুয়াল খায়ের মাতুব্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন