সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবা-মায়ের চোখের জল সন্তানের শ্রেষ্ঠ অভিশাপ

হতে পারেন জ্ঞানী-গুণী বিজ্ঞজন, আলেম মাওলানা মুফতি; বাবা-মায়ের একটি আহ, একটি দীর্ঘশ্বাস ধ্বংস করে দেবে সব ইহকাল ও পরকাল। মাথায় কালো দাগ ফেলবেন ইবাদতে কোনো কাজ হবে না। লং স্লিভ পরে সুফি সাজে বোঝাবেন ইউ আর দা বেস্ট, আপনার পিতামাতার রাখবেন না খবর, চতুরামি-চালাকি সৃষ্টিকর্তা ঠিকই বোঝেন। পাবলিকের চোখে ধুলা দেয়া সহজ, আল্লাহর নয়। মিষ্টি কথায় চিড়া ভিজলেও কর্মটাই আসল, ইউ শুড থিঙ্ক, হোয়াট ইউ ডিড, হোয়াট আর ইউ ডুয়িং, হোয়াট ইউ উইল ডু। কোটি কোটি টাকার প্রাসাদ হবে বিলীন, বাবা মায়ের কষ্টে। মায়ের চোখের জল সন্তানের জন্য শ্রেষ্ঠ অভিশাপ।বাবার বদদোয়া করে দেবে ছারখার। হোক পিতামাতা পাগল উম্মাদ, ব্যভিচারী, সন্তানের জন্মদাতা তারাই। প্রত্যেক সন্তানের দায়িত্ব তার পিতামাতার জন্য প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্য পালন করা।

বৃদ্ধ বাবা-মায়ের বিচারবুদ্ধি আবেগ বিভিন্ন রকম হতে পারে। বয়সের কারণে, সন্তানদের অসম আয়, জীবিত অবস্থায় সন্তানদের সমবণ্টনের ভাবনা বাবা-মায়ের ভাবনায় থাকে। জন্ম থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে নিজেরা কষ্ট করে সন্তানকে বড় করে, শিক্ষা দেয়, কর্মসংস্থান দেয়। সন্তানদের আদর করে ভবিষ্যৎ বংশ রক্ষায়, ধর্মীয় রীতিতে, সন্তানের সুখ কামনায় সন্তানকে বিয়ে দেয়, বিয়ের পর অলৌকিকভাবে সব পরিবর্তন হয়ে যায়। আফসোস!

ছেলে বউয়েরা বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়। এটাও ঠিক যে ছেলের বাবা-মায়ের জন্য ছেলে বউয়ের সেবা বাধ্যতামূলক নয়, ছেলের জন্য বাধ্যতামূলক। অনেক বউ স্বর্গীয়ভাবে ধৈর্যশীল হয়ে থাকে, মানবতা, বিবেকবোধের তাড়নায় বড় পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেন।

একের এক নতুন বউ আসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বউদের আগমনে টুং টাং শুরু, ভালো বউয়েরাও বিগড়ে যায়। নিজের কথা ভাবতে শুরু করে, অশান্তি শুরু হয়, সংসারে দেখা দেয় ভাঙন। বেয়াদব যদি ঢুকে যায় শান্তির ঘরে, বাবা মায়ের সোম দৃষ্টি একটু এদিক সে দিক হলেই আগুনের শিখায় লাগে হাওয়া। জ্বলে দাউদাউ করে। আজকাল ছেলের বউ শ্বশুর শাশুড়ি দেবর ননদ এর পরিবারে নিজেদের দাসী, বাঁদি, কামলা, বদলা ভাবা শুরু করে। অথচ নিজের দুই চার দশটা ছেলেপুলে থাকলে সবাইকে মেইন্টেন করেন নিখুঁতভাবে। কাহিনী যেভাবেই ঘোরাই না কেন, চিত্রনাট্য যেভাবে সাজাই না কেন, আমি মনে করি ছেলেরা ইচ্ছে করলেই স্বল্প আয়, বেশি আয় বিষয় নয়, ইচ্ছা আর ধৈর্য গুণ দিয়ে বাবা মায়ের পদতলে সন্তানকে জান্নাত খুঁজে নেয়া উচিত।

উন্নত দেশ, পাশ্চাত্য, প্রাচ্য, আরব্য যত তুলনাই নিয়ে আসি না কেন, আমাদের বাংলাদেশে একান্নবর্তী সংসারের মায়া মমতায় যারা বড়ো হয়েছে তারাই জানে এর স্বাদ। এখনকার দিনের পর্যালোচনায় অবশ্য ছেলেদের আলাদা করে বিয়ে দেয়া উচিত। ছেলেদের ওপর কোনো আশা করা ঠিক না, সপ্তাহ, মাসে, বছরে, অনুষ্ঠানে দূর-দূরান্তের আত্মীয়-স্বজনের মতো দেখা হবে সম্পর্ক ভালো থাকবে।

একটি দারুণ বিষয় রয়েছে ছেলেমেয়েদের ক্ষেত্রে। ছেলে বউ যখন নিজের বাবা মায়ের কথা ভাবে তখন সে চায় তার ভাইয়ের বৌয়েরা তার বাবা মায়ের সেবা করুক, নিজে শ্বশুর বাড়িতে দজ্জালের ভূমিকায় অবতীর্ণ হতে দ্বিধা করেন না, ছেলেরা বিয়ের আগে পর্যন্ত বিশেষ করে দ্বিতীয় তৃতীয় ক্রমান্বয়ে ছোট ছেলেরা ভাবিদের ওপর প্রভাব খাটান। তার বাবা মায়ের খেদমতের ত্রুটি হলে ভাবিকে নাজেহাল করেন। ভালো হলে সহযোগিতা করেন, নিজের বন্ধুদের নিয়ে রং তামাশা, খাওয়া দাওয়া, পার্টি করেন, ভবিষ্যতে বাবা মা ভাইদের জন্য এই করবে, সেই করবে বড় বড় লেকচার। বিয়ের পর হুতুম প্যাচার চেয়ে অধম হয়ে যান তারা। প্রকৃতির সেইকী লীলা।

লেখক: সিঙ্গাপুর প্রবাসী

এই সংক্রান্ত আরো সংবাদ

যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব

চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন

  • প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করল সৌদি আরব
  • বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের!
  • সবচেয়ে কম খরচে কম সময়ে পান কানাডার নাগরিকত্ব
  • মধ্যপ্রাচ্যে নানামূখী প্রতিকূলতার মুখোমুখি বাংলাদেশ
  • মালদ্বীপে কী করে প্রবাসী বাংলাদেশিরা?
  • কানাডায় সাংবাদিক; অভিনয়, মডেল ও সংগীত শিল্পী; প্রযোজক, পরিচালক ও খেলোয়াড়দের দারুন সুযোগ!
  • তিন মাস শ্রমিকদের দুপুরে কাজ করাবে না সৌদি সরকার
  • সিনেট কমিটি গুরুত্ব দিচ্ছে জয়ের অভিযোগকে
  • পরিবারসহ অস্ট্রেলিয়ায় স্থায়ী ভিসা মাত্র ১২ মাসে
  • প্রবাসীদের ভিসা সংক্রান্ত তথ্য মিলবে অনলাইনে
  • সৌদিতে শ্রম বেচাকেনার ফাঁদে ওরা ৩১১ বাংলাদেশি
  • নতুন ও সহজে নিয়মে AUSTRALIA মাইগ্রেশন এর বিপুল সুযোগ