বাবা-মায়ের পা ধুয়ে দিল ৩০ হাজার ছাত্র-ছাত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী তাদের বাবা-মায়ের পা ধুয়ে দিয়েছেন। এতে প্রায় ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন।
৪ মার্চ আজ শনিবার শিক্ষার্থীরা তাদের বাবা-মাকে নিয়ে স্কুলে উপস্থিত হয়। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা এক সঙ্গে তাদের বাবা-মায়ের পা ধুয়ে দেয়। বাবা-মা’রা তাদের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এ সময় আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়।
বাবা-মায়ের পা ধোঁয়া অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহাসহ আরো অনেকে।
পা ধোঁয়া অনুষ্ঠানের শেষে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘বাবা-মায়ের সন্তুষ্টুই সৃষ্টিকর্তার সন্তুষ্টি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ এক নতুন এক দৃষ্টান্ত স্থাপিত হলো। কোমলমতি শিক্ষার্থীরা বাবা-মায়ের পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে তাদের বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তি বেড়ে যাবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন