বাবা-মায়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছেলের!
বাবা-মায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ছেলে মেহেদি হাসান বাবু।
ছেলে মেহেদি হাসান বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মা তাসলিমা বেগম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। তার বাবা কচুয়া উপজেলার চেয়ারম্যান এস এম মাপফুজুর রহমান সমর্থন করছেন স্ত্রীকে। এই ইউনিয়েন মা-ছেলে প্রতিদ্বন্দ্বী। মেহেদির প্রতীক আনারস আর তার মায়ের প্রতীক নৌকা।
মেহেদি হাসান বাবুর অভিযোগ, সম্প্রতি তার বাবার বিরুদ্ধে দুইটি মামলা হয়। এর মধ্যে একটি বিদ্যুত চুরি, আরেকটি ধর্ষণ মামলা। ১৪ মার্চ ধর্ষণ মামলায় জামিন পান। জামিন পেয়ে এলাকায় আসার পর তাকে ও তার সমর্থকদের হত্যার হুমকি দিচ্ছেন বলে কচুয়া উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ করেছেন মেহেদি। এ ছাড়া তার নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করারও অভিযোগ করেছেন।
অভিযোগে মেহেদি উল্লেখ করেছেন, তার বাবা এলাকায় এসে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তার স্ত্রী ও বাবুর মা তাসলিমা বেগমকে দেখিয়ে ভোট দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এক ভোট পেলেও তার (তাসলিমা বেগম) প্রার্থী জয়ী হবে। এভাবে তিনি ভোটারদের বিভ্রান্ত করছেন।
তার কারণে মেহেদি নির্বাচনী প্রচার চালাতে পারছেন না। তিনি ও তার সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মেহেদি তার অভিযোগে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ভোটকেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বিবেচনা করে যথাযথ পদক্ষেপের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ও গোপালপুর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেনের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন, মেহেদি হাসান বাবু ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ করেছেন। আমরা কিছু কিছু অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি বলেন, বাবু তার মায়ের বিপক্ষে প্রার্থী হয়েছেন। তার মতো তার মাও অনেকগুলো অভিযোগ আমাদের কাছে করেছেন। আমরা সেগুলোকেও তদন্ত করে দেখছি।
তিনি বলেন, বাবুর বাবা এস এম মাহফুজুর রহমান এখানকার উপজেলা চেয়ারম্যান। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে সতর্ক করেছি, তিনি যেন কোনো ধরনের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ না করেন এবং তার ছেলে বাবুকে নির্বাচনের কাজে বাধা না দেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শমসের আলী জানান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বাবু আমার কাছে লিখিত অভিযোগ করেছেন, তার বাবা তাকে এবং তার সমর্থকদের হত্যার হুমকি দিয়েছেন। এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার জন্য আমি আদালত থেকে অনুমতি এনেছি। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তাই আমরা বাবুর বাবা মাহফুজুর রহমানকে হুঁশিয়ার করে দিয়েছি যেন তিনি কোনো নির্বাচনী প্রচার না করেন।
মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ চুরি ও ধর্ষণের মামলা হয়েছে। তবে তিনি হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন নিয়েছেন। তাই এখন ওই মামলায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই অভিযোগের বিষয়ে এস এম মাহফুজুর রহমানকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পরে মাহফুজুর রহমানের স্ত্রী ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তাসলিমা বেগমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমার ছেলে বাবু যে অভিযোগ করেছে সব মিথ্যা। সে প্রতিদিন এ রকম অভিযোগ করে থাকে। তার নির্বাচনী প্রচারে আমি অথবা আমার স্বামী কেউই বাধা দিচ্ছি না।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন