বাবা হিসেবেও খুব জনপ্রিয় মাশরাফি!

ক্রিকেটার হিসেবে মাশরাফি মুর্তজা যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় বাবা হিসেবেও। দুই সন্তানের কাছে মাশরাফি কতটা প্রিয় এটা জানেন ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট সবাই। ঢাকায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঝে মধ্যেই স্ত্রীর সাথে দুই সন্তান হুমায়রা ও সাহিলও চলে আসে মাঠে।
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাশরাফি এখন খুলনায়। থাকতে হবে বেশ কয়েকদিন। তাই মাশরাফির সন্তানদের নিয়ে খুলনায় চলে আসেন তাদের মা। মঙ্গলবার মাশরাফির মেয়ে হুমায়রা ও ছেলে সাহিলকে দেখা যায় শেখ আবু নাসের স্টেডিয়ামে।
বাবাকে দেখার আবদার মেটাতে মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা হোটেল থেকে স্টেডিয়ামে নিয়ে আসেন দুই সন্তানকে। মাশরাফিকে দেখেই হেসে ওঠে হুমায়রা ও সাহিল। মাশরাফিও দুই সন্তানকে বুকে জড়িয়ে নেন। এরপর বেশ কিছুক্ষণ মাঠে মাশরাফির সাথে দুষ্টুমিতে মেতে ওঠে তার সন্তানেরা।
মাঠে উপস্থিত সাংবাদিকসহ অন্যরা উপভোগ করেন বাবা-সন্তানদের এই ভালোবাসার দৃশ্য। তারকাদের মতো মাশরাফির এ দু’সন্তানের সাথেও এসময় ছবি তোলার হিড়িক পড়ে যায়। পরে অবশ্য অনুশীলন শেষ হওয়ার আগেই ফিরে যায় মাশরাফির দুই সন্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন