মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবুলকে কেন অব্যাহতি দেয়া হল?

চাকরি থেকে এসপি বাবুল আক্তারকে কেন অব্যাহতি দেয়া হয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে৷ প্রশ্নটা হলো, এভাবে অব্যাহতি দেয়া হলো কেন বাবুল আক্তারকে? সদ্য অব্যাহতিপ্রাপ্ত এসপি বাবুল আক্তার এখন তাঁর শ্বশুরের ঢাকার বাসাতেই অবস্থান করছেন৷

গত জুনে চট্টগ্রামে দুর্বৃত্তদের হাতে তাঁর স্ত্রী মাহমুদা খানম মিতু নিহত হন৷ বাবুল আক্তারের অব্যাহতি প্রসঙ্গে তাঁর শ্বশুর মোশাররফ হোসেন বলেন, ‘‘কী প্রক্রিয়ায় বাবুলকে অব্যাহতি দেয়া হলো তা স্পষ্ট নয়৷ তাঁর এর বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ আছে৷ আমি বিশ্বাস করি, বাবুল কোনোভাবেই আমার মেয়ে মিতু হত্যায় জড়িত না৷”

এদিকে চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেছেন, ‘‘ (মিতু হত্যা মামলার) তদন্ত চলছে৷ বাবুল আক্তার মিতু হত্যায় জড়িত বলে এখনো এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি৷”

বাবুল আক্তারকে মঙ্গলবার চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়৷ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘তার (বাবুল আক্তার) আবেদনের প্রেক্ষিতেই তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো৷”

তবে বাবুল আক্তার এর আগে আরেক আবেদনপত্রে বলেছিলেন, ‘‘বিগত ২৪.০৬.২০১৬ ইং তারিখে পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে আমাকে চাকরির অব্যাহতিপত্রে স্বাক্ষর করতে হয়৷ একজন সত্‍ পুলিশ অফিসার হিসেবে এবং আমার সন্তানদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই চাকরি৷

এমতাবস্থায় উক্ত অব্যাহতিপত্রটি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি৷” কিন্তু তার এই আবেদন শেষ পর্যন্ত গ্রহণ করা হয়নি৷ ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করা হয়৷ হত্যার কিছু দিন আগেই বাবুল এসপি পদে পদোন্নতি পান এবং তাকে ঢাকায় বদলি করা হয়৷ হত্যাকান্ডের সময় বাবুল ঢাকায় ছিলেন৷

খবর পেয়ে ওই দিনই তিনি চট্টগ্রামে যান৷ এর আগে তিনি চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর-দক্ষিণ জোনের দায়িত্বে ছিলেন৷ জঙ্গি দমনে তার উল্লেখযোগ্য ভূমিকা থাকার কারণে পুলিশ শুরুতে বলেছিল, বাবুলের স্ত্রী মিতু হত্যায় জঙ্গিরা জড়িত থাকতে পারে৷

কিন্তু ২৪ জুন মধ্যরাতে হঠাত্‍ বাবুল আক্তারকে মিতু হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার বনশ্রী এলকায় শ্বশুরের বাসা থেকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়৷ ১৬ ঘন্টা পর তাকে ২৫ জুন সন্ধ্যায় আবার তাঁকে শ্বশুরের বাসায় পৌঁছে দেয়া হয়৷ আর তখনই কিছু সংবাদ মাধ্যমে মিতু হত্যায় বাবুল আক্তার জড়িত বলে খবর প্রকাশ হয়৷

সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়, বাবুল আক্তারকে চাকরি ছেড়ে দেওয়ার শর্তে রেহাই দেওয়া হয়েছে৷ আর বাবুল আক্তারও তার চাকরি ফিরে পাওয়ার আবেদনে বলেছেন, তিনি ২৪ জুন পদত্যাগে বাধ্য হন৷ বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন বুধবার বলেন, ‘‘আমি বিশ্বাস করি বাবুল মিতু হত্যাকান্ডে জড়িত নয়৷ আর মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কেও আমাকে কিছু জানায়নি পুলিশ৷ আমি সংবাদ মাধ্যম থেকে যেটুকু জানতে পারছি, তার বাইরে কিছু জানিনা৷”

তিনি বলেন, ‘‘বাবুল চাকরি ফিরে পেতে আবেদন করেছিল৷ সে বলেছে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে৷ এরপরও কিভাবে পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দেয়া হলো, তা আমি বুঝতে পারছিনা৷”

টেলিফোন সাক্ষাৎকারের এক পর্যায়ে মোশাররফ হোসেন বলেছেন, ‘‘বাবুল চাইলে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ আছে৷ বাবুল আমার বাসায়ই আছে৷ আমার সঙ্গে এ নিয়ে তার কথাও হয়েছে তবে সে আদালতে তার অব্যাহতি চ্যালেঞ্জ করবে কিনা তা আমাকে এখনো জানায়নি৷”

মোশাররফ হোসেন নিজেও একজন অপসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি)৷ চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করার কথা বলা হলেও তারপরে তার পদত্যাগপত্র কিভাবে গ্রহণ করা হয় জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা সরকারের সিদ্ধান্ত, এ নিয়ে আমি কিছু বলতে চাইনা৷ তবে এখন পুলিশে কী নিয়ম আছে, তা জনিনা৷”

এ বিষয় নিয়ে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ সদর দপ্তরের কেউ কোনো কথা বলতে রাজি হননি৷ মিতু হত্যার তদন্ত করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)৷ মিতু হত্যাকান্ডে বাবুল আক্তার জড়িত কিনা তা জানতে চাইলে সিএমপি’র কমিশনার মো. ইকবাল বাহার বলেন, ‘‘এটা হলো তদন্তের বিষয়৷ যখন সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাবে, বা যদি কখনো পাওয়া যায়, তখন বলা যাবে৷ এখন আমি সরাসরি বলব- ‘না’৷”-ডয়েচে ভেলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা