”বাবুল আক্তারের চাকরি করার মানসিকতা নেই”
পুলিশের এসপি বাবুল আক্তারের চাকরি বহাল আছে কিন্তু তার চাকরি করার মানসিকতা নেই। যার কারণে তিনি অফিস করেন না বলে জানিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) মেস ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘বাবুল আক্তারের চাকরি এখনো বাহাল আছে, কিন্তু সে অফিস করে না। এছাড়া সে অফিসে আসেও না এমনকি আমাদের সাথে যোগাযোগও করে না। কিন্তু সে কেন অফিস করে না বা যোগাযোগ করে না সেটা আমরা বলতে পারবো না।’
তিনি বলেন, ‘মেন্টাল ডিপ্রেশনে সে বলছে তার চাকরি করার মানসিকতা নেই। যার কারণে সে হেড কোয়ার্টারে আসেও না এমনকি যোগাযোগও করে না।’
বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার সর্বশেষ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সেটাতো আপনারা জানেন, এখানকার পুলিশ বিষয়টি তদন্ত করছে আর এই তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে। ঘটনার মূল হোতা মুসা। তাকে গ্রেফতার করতে পারলেই সব কিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে বলে জানান আইজিপি।
বিভিন্ন স্থান থেকে জঙ্গিরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানা যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, এটা ভিত্তিহীন কথা। এর আগে যতগুলো ঘটনা ঘটেছে কেউ আগাম জানিয়ে ঘটনা ঘটায়নি। সুতরাং তারা সাধারণ মানুষের মাঝে ইচ্ছাকৃতভাবে আতংক ছড়ানোর জন্য এসব করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা সব বিষয় চিন্তা করে নিরাপত্তা দেয়ার জন্য বিভিন্নভাবে নিরাপত্তা জোরদার করেছি। যাতে করে জঙ্গিরা কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে। যত ধরনের কৌশল আছে পুলিশের সকল ধরনের কৌশল আমরা প্রয়োগ করছি। আমরা মনে করি না যে এই মুহূর্তে বড় ধরনের কিছু হয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) কমিশনার ইকবাল বাহার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যসহ সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন