বাভুমার সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিশাল জয়
বেনোনিতে একমাত্র ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ২০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
রোববার টস জিতে ব্যাট করতে নেমে অভিষিক্ত টেম্বা বাভুমার সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা।
কলিন ইনগ্রামের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করা বাভুমা সর্বোচ্চ ১১৩ রান করেন। তার ১২৩ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কার মার।
বাভুমার সঙ্গে ১৫৯ রানের উদ্বোধনী জুটি গড়া কুইন্টন ডি কক ৬৬ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৮২ রান। এ ছাড়া জেপি ডুমিনি অপরাজিত ৫২ ও ফারহান বেহারদিয়েন ৫০ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।
পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.৫ ওভারে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন কেভিন ও’ব্রায়েন। পল স্টার্লিং করেন ৪১ রান।
৪.৫ ওভারে মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ডুমিনি। ওয়েইন পারনেল ও অ্যারন ফাঙ্গিসো নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান বাভুমা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন