বামনের ভূমিকায় শাহরুখ
পঞ্চাশ পেরুনোর পর থেকে কাজের গতি যেন আরও বেড়ে গেছে শাহরুখ খানের। একদিকে চলছে ‘ফ্যান’ এর প্রচার, অন্যদিকে ‘রইস’ এর শেষ মুহূর্তের শুটিং। এদিকে আবার চলছে গৌরী শিণ্ডের ছবির কাজ। এত কিছুর মধ্যেও ভবিষ্যতের গুঁটি সাজিয়ে রাখতে শুরু করে দিয়েছেন বলিউডের বাদশা। এবার তাকে বলিউডের পরিচালক আনন্দ এল রাইয়ের পরের ছবিটিতে দেখা যাবে। আর এ কথা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
ক্যারিয়ারে নিজের ইমেজ ভেঙে বহুবারই বেরিয়েছেন বলিউড বাদশা। ‘ডর’ থেকে শুরু করে ‘চাক দে ইন্ডিয়া’, প্রায় প্রতিটি ক্ষেত্রেই সফল হয়েছেন তিনি। এবার ফের ইমেজ ভাঙবেন তিনি। আনন্দ এল রাইয়ের পরের ছবিটিতে তাকে বামনের ভূমিকায় দেখা যাবে।
আনন্দ এল রাই জানিয়েছেন, ‘বামনকে নিয়ে ছবি বলে ভাববেন না যে, এটা ছোট ছবি। এই ছবি কিন্তু অনেক বড় মাপের কথা বলে যাবে। একটা অন্য ধরনের প্রেমের গল্প।’
রাই আরও জানিয়েছেন, ‘শাহরুখ খান এই ছবির নায়ক। রোমান্স থাকবে না, সেটা কি হয়? তবে এই রোমান্স একেবারে অন্যরকম।’
এই ছবির ব্যাপারে ক’দিন আগে কিং খান জানান, ‘রইস’-এর কাজ শেষ হলেই জুন-জুলাই নাগাদ নতুন কাজে হাত দিতে পারবেন তিনি। আর যখন কাজ শুরু হবে তখনই বলবেন বিস্তারিত।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













