বারবার কেন সৌম্য সরকারকে সুযোগ দিচ্ছে বিসিবি?
ধারাবাহিক খারাপ খেলছেন সৌম্য সরকার। ম্যাচের পর ম্যাচ তাকে সুযোগ দিয়েছে বিসিবির টিম ম্যানেজমেন্ট।
কিন্তু বারবারই ব্যর্থতা বয়ে আনছেন এই টাইগার ব্যাটসম্যান। সৌম্যের রান খারাটা এমন পর্যায়ে যে, প্রশ্ন উঠেছে আর কত সুযোগ দিলে রানে ফিরবেন তিনি? অনেকে বলছেন, সৌম্য আর কত ব্যর্থ হলে হুশ ফিরবে টিম ম্যানেজমেন্টের।
সৌম্য সরকারের রানখরা নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনাটা অনেক দিন ধরেই। সেই আলোচনা ধীরে ধীরে রূপ নিচ্ছে সমালোচনায়। প্রায় প্রতি ম্যাচে ব্যর্থ হলেও বারবার সৌম্যকে রাখা হচ্ছে প্রথম একাদশে। কিন্তু কেন- এই প্রশ্ন জোরেসোরেই তুলতে শুরু করেছেন অনেকে।
২০১৪ সালের শেষ দিকে অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই ক্রিকেটভক্তদের মন জয় করেন সৌম্য। ২০১৫ সালের বিশ্বকাপের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সৌম্যের ব্যাটে ভর করে অনেক ম্যাচ জেতে টাইগাররা। তবে এরপরই নিষ্প্রভ হয়ে পড়েন তিনি।
গত জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপের পর থেকে ব্যর্থ বাঁ হাতি এই ব্যাটসম্যান। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে ১৫টি ইনিংসে মাত্র একটি অর্ধশতক। পুরো টুর্নামেন্টে সৌম্য করেন ৩৪৯ রান। ব্যাটিং গড় মাত্র ২৩.২৭! তারপরও আফগানিস্তান সিরিজে দলে রাখা হয় তাকে। তিন ম্যাচে সৌম্য করেন ৩১ রান!
বিপিএলে ১২ ম্যাচে ১৩৫ রান। সর্বোচ্চ ২৬! তারপরও তাকে নিউজিল্যান্ড সফরে সুযোগ দেওয়া হয়। প্রস্তুতি ম্যাচে রানে ফেরার আভাস দিলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবার ব্যর্থ সৌম্য!
বাকি দুটি ম্যাচ থেকে বাদ পড়লেও তানভীর হায়দারের ব্যর্থতায় আবার টি২০ সিরিজে মূল একাদশে নেওয়া হয় তাকে। তবে এবার মাত্র একটি বল খেলতে পেরেছেন এই ব্যাটম্যান। অথচ দলের বাইরে কিন্তু রয়েছেন মিরাজের মতো অলরাউন্ডার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন