বার্মিংহামে মাশরাফিদের আনন্দ যাত্রা
কার্ডিফ থেকে বার্মিংহামেই যেতে হতো। লন্ডন নয়, ওখান থেকেই দেশের প্লেন ধরার কথা ছিল। আজ সকালে কার্ডিফ খেকে সেই বার্মিংহামেই যাচ্ছেন মাশরাফিরা। কিন্তু এই যাত্রাটা অন্যরকম, মহা আনন্দের। শনিবার ইংল্যান্ড হেরে গেলে, এই যাত্রাটা হতো ম্যাড়মেড়ে।
কার্ডিফ সিটি থেকে বার্মিংহামের দূরত্ব ১২০ মাইলের মতো। মানে বাসে দেড় ঘণ্টার পথ। ইংল্যান্ড হেরে গেলে রাস্তার দুপাশের চোখ জোড়ানো নৈসর্গিক দৃশ্য, সুন্দর হাইওয়ে, দেখার মতো অদ্ভুত বাড়িগুলো হয়তো অনেকটাই অর্থহীন মনে হতো। কিন্তু এখন যাত্রাটা হবে প্রাণ খোলা। দেড় ঘণ্টার পথ দেখতে দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। এ যে আনন্দ যাত্রা।
শুক্রবার নিউজিল্যান্ডকে হারানোর পর মাশরাফি বলেছিলেন,‘আমাদের কাজ আমরা করে রাখলাম। এখন সেমিফাইনালে না গেলেও আফসোস নাই।’ কিন্তু এটা তো বাইরের কথা। আসল কথাটা কী বলেছেন ম্যাশ? নিউজিল্যান্ডকে হারানোর পর পুরো দলই যে সেমির আশায় বিভোর ছিলেন। মাশরাফি নিজেও।
শনিবারের ম্যাচে কি হয়, এই চিন্তায় অনেকেই অস্থির ছিলেন ভিতরে ভিতরে। সকালের অস্ট্রেলিয়ার ভালো শুরু তামিমদের টেনশন বাড়িয়ে দিল। পরে দ্রুত উইকেট পড়ায় স্বস্তি ফিরল মাশরাফিদের। তারপরেও ২৭৭ রানে হয়ে গেল। টেনশনে ছিলেন সবাই। ইংল্যান্ডের দলের আসল শক্তি হলো ব্যাটিং। কিন্তু একি, পরপর দুই ওভার দুই উইকেট নেই। একটু পরে আরও এক উইকেট গেল। অনেকই আশা ছেড়ে দিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে পড়লেন, কেই পরিবার নিয়ে রেস্টুরেন্টে গেলেন। কেউ বেরুলেন কেনা কাটা করতে।
মরগান স্টোকস আস্তে আস্তে ম্যাচে ফেরালেন দলকে। তখন হতাশা কাটতে শুরু করলো।একটু পরপর মোবাইলে আপডেট দেখা। যারা হোটেলে ছিলেন তারা মিটিং রুমের টিভিতে আটকে ছিলেন। যখন অস্ট্রেলিয়া হেরে গেল, তখন সাকিব মাশরাফিদের সেকি আনন্দ। স্বপ্নের সেমিফাইনাল।
শনিবার সকালে খেলোয়াড়দের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন কোচ। এরপরই ছুটি। দুপুরের দিকে টেনশনে থাকলেও সন্ধ্যা এবং রাতে ছিলেন ফুরফুরে। ঘুরে ফিরে, আনন্দ করেই কাটিয়েছেন ক্রিকেটাররা। নিরাপত্তা ব্যবস্থা কোনো বাড়াবাড়ি না থাকায় যেখানে খুশি সেখানে গেছেন।
আনন্দের ঘুম। আনন্দ নিয়েই আজ সকালে ঘুম থেকে উঠবেন সবাই। বেলা ১১টায় বাসে করে যাবেন বার্মিংহামে। প্রাকটিস নেই। এদিনও বিশ্রাম ও ঘুরে ফিরে কাটাবেন মাশরাফিরা। রবিবার প্রাকটিসে নামবেন নতুন উদ্যম নিয়ে। সামনে যে তাদের ফাইনালের হাতছানি। একটা ম্যাচই তো। বাংলাদেশ তো এখন অনেক কিছুই পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন