বার্সায় সব কিছু ‘স্বাভাবিক’ ফাইনালের আগে
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে হারানোর বিশেষ কৌশল কী হতে পারে বার্সেলোনার? স্পেনের ক্লাবটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন, ফাইনালের আগে সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।
বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, ইনিয়েস্তা লিগ শিরোপা জয়কে গুরুত্বপূর্ণ মনে করেন। আপাতত অবশ্য ট্রেবল জয়ের কথাই ভাবছেন তিনি। আগামী ৩০ মে কাম্প নউতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলবে বার্সেলোনা। আর ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইউভেন্তুস।
এ দুটি শিরোপর জিতলেই দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের আনন্দে ভাসতে পারবে বার্সেলোনা। স্পেনের একমাত্র ক্লাব হিসেবে ২০০৯ সালে প্রথমবারের মতো ট্রেবল জিতেছিল তারা।
ফুটবল বিশ্বে ইউভেন্তুসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি নিয়েই বেশি কথা হচ্ছে। এ বিষয়ে ইনিয়েস্তা বলেন, “ফাইনালের আগে কৌশল হচ্ছে, সবকিছু স্বাভাবিক রাখা।” চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আর লা লিগা এক নয় উল্লেখ করে ইনিয়েস্তা নিজেদের কৌশলের খানিক ব্যাখ্যাও দেন। “আমরা একই পদক্ষেপ (লিগের মতো) অনুসরণ করার চেষ্টা করব। কিছু অভিজ্ঞতাও সাহায্য করবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন