মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বার বার আমাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে : তনুর বাবা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশ যারা পাহাড় হাউসের পাশের জঙ্গলে এনে ফেলেছে তারা ‘দক্ষ, পেশাদার’ এবং এ বিষয়ে ‘জ্ঞান’ রাখে। কুমিল্লা সেনানিবাসের মতো একটি সুরক্ষিত স্থানে বাইরে থেকে কাউকে হত্যা করে লাশ এনে ফেলা হবে এমনটা ভাবার কোন যুক্তিকতা নেই বলে মনে করেন সিআইডির তদন্ত কর্মকর্তারা। তদন্ত সংশ্লিষ্টরা মনে করেন, যেখানে কেউ রাইফেল তাক করে দাঁড়িয়ে আছে সেখানে কেউ বাইরে থেকে একটি মৃতদেহ এনে ফেলে যাবে এটা বিশ্বাস করা কঠিন।

কলেজছাত্রী তনুকে প্রাইভেট পড়াতে যাওয়া-আসার সময় বিরক্ত করতো যে যুবক সেই পিয়ার আহমেদের বন্ধু জিদনিকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির তদন্ত সহায়ক দল। পিয়ার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। জিদনিকে জিজ্ঞাসাবাদের সময় তনুর ভাই আনোয়ার হোসেন ও খালাতো বোন লাইজু জাহানের মা সাজেদা বেগম এবং তনুর গ্রামের বাড়ি মীর্জাপুরের এক ইউপি মেম্বারকেও জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির তদন্ত সহায়ক দল। আজ বুধবার দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদেরকে কুমিল্লা পুলিশ ভবনের তৃতীয় তলায় সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বার বার পরিবারের সদস্যদেরই জিজ্ঞাসাবাদের ঘটনায় চরম ক্ষুব্ধ তনুর বাবা এয়ার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, বার বার আমাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে হচ্ছে আমরাই আমাদের মেয়েকে নিজেরা মেরে জঙ্গলে ফেলে এসেছি। আমরা গরীব মানুষ বলে আমরা কি বিচার পাবো না?

এয়ার হোসেন আরো বলেন, এক মাস হয়ে গেল আমার মেয়ের হত্যাকারীদের চিহ্নিত করা হলো না। অথচ আমাকে আর আমার পরিবারকে পাহারা দেওয়া হচ্ছে। আমি গ্রামের বাড়িতে যেতে চাই। সিআইডিকেও বলেছি আমি গ্রামের বাড়িতে যেতে চাই। তারা বলেছে, বাড়িতে যেতে পারবো। আমাকে পাহাড়া দেওয়ার দরকার কি ? দরকার আমার মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তার।

কুমিল্লা সিআইডি সূত্র জানায়, সিআইডির তদন্ত সহায়ক দলের প্রধান বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ, কুমিল্লা ও নোয়াখালী বিভাগের সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, সিআইডি ঢাকার সিনিয়র এএসপি এহসান উদ্দিন, ইন্সপেক্টর সৈয়দ গোলাম মওলা, মামলার তদন্ত কর্মকর্তা গাজি মো: ইব্রাহিমসহ আরো একাধিক কর্মকর্তা আজ বুধবার চারজনকে জিজ্ঞাসাবাদ করে। বিকাল ৪টার দিকে তদন্ত সহায়ক দলের প্রধান বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ ঢাকায় চলে যান।

কিন্তু অপর একটি সূত্র জানায়, সিআইডির তদন্ত সহায়ক দলটি ঢাকায় যাওয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সেনানিবাসে প্রবেশ করে এবং সাড়ে ৫টার দিকে বেরিয়ে যায়।

এ সময় এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ জানান, তনুর পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার। তাদের কাছে আমাদের অনেক কিছু জানার আছে। তাদের কাছ থেকে অনেক তথ্য জানার চেষ্টা করছি। এ জন্যই তাদেরকে বার বার জিজ্ঞাসাবাদ করছি। নানান তথ্য জানার চেষ্টা করছি।

তিনি বলেন, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা অনেক তথ্য পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করছি। আশা করি খুব শীঘ্রই দেশবাসী বিস্তারিত জানাতে পারবো।

এ ব্যাপারে কুমিল্লা সিআইডি কার্যালয়ে কুমিল্লা ও নোয়াখালী বিভাগের সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, তনুর লাশ যারা জঙ্গলে এনে ফেলেছে তারা ‘মাস্ট বি স্কিল, মাস্ট বি প্রফেশ্যানাল, দে হেভ নলেজ’। একটি সুরক্ষিত স্থানে বাইরে থেকে কাউকে হত্যা করে লাশ এনে ফেলা হবে এমনটা ভাবার কোন যুক্তিকতা নেই। যেখানে কেউ রাইফেল তাক করে দাঁড়িয়ে আছে সেখানে কেউ বাইরে থেকে একটি মৃতদেহ এনে ফেলে যাবে এটা বিশ্বাস করা কঠিন। বিভিন্ন মোড়কে বিষ্ফোরক ফেলা যতটা সহজ একটি মৃতদেহ ফেলা কিন্তু ততটা সহজ নয়।

সবাই সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তাঁদের(সেনাবাহিনী) বার বার বলছি, সারা দেশের মানুষ আপনাদের দিকে তাঁকিয়ে আছে। এতো বড় একটি বাহিনী, বিশ্বব্যাপী আপনাদের সুনাম। সারা দেশের মানুষের শেষ আশ্রয়স্থল এটি। এই সুনাম ও শেষ আশ্রয়স্থল মানুষ সমুন্নত রাখতে চায়। আপনাদের সহযোগিতা চাই।

তনুর মরদেহের ময়না তদন্তকারী চিকিৎসকরা জিজ্ঞাসাবাদের সময় আসতে আপত্তি করছে কিনা ?- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কেউ না আসতে চায় আমরা আদালতকে জানাবো। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ময়নাতদন্তকারী চিকিৎসকের কাছ থেকে আমরা কোন দিক নির্দেশনা পাইনি। এই দিক নির্দেশনা দিতে তাদের অপারগতা কোথায় ছিল? ততটুকু তো আমরা জানতে চাইতেই পারি।

উল্লেখ্য, তনুর মরদেহের প্রথম ময়নাতদন্তকারী, কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানাকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা