বার বার ফোন, কী হয়েছিল অভিনেত্রী কোয়েনা মিত্রের সঙ্গে?

বার বার ফোন বিরক্ত করা কিম্বা রাত কাটানোর প্রস্তাব, সম্প্রতি অভিনেত্রী কোয়েনা মিত্রকে এভাবেই হুমকি ফোনের মুখে পড়তে হয়। কখনও অর্থের বিনিময়ে রাত কাটানোর প্রস্তাব আবার কখনও প্রস্তাবে না করায় অশ্রাব্য ভাষায় হুমকি, একের পর এক ঘটনায় রীতিমত ভয় পেয়ে যান কোয়েনা মিত্র। আর এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনিl
কোয়েনা বলেন, ‘আমি তো নবাগত নই । বহু বছর হল মুম্বইতে রয়েছি । বলিউডে রয়েছি । কিন্তু এবার আমার সঙ্গে যা হল, তার পর থেকেই আমি ভয় পেয়ে গিয়েছি । হাত পা ঠাণ্ডা হয়ে গিয়েছে ।’
কী হয়েছিল, যার জন্য এত ভয় পেয়ে গেলেন কোয়েনা? এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘গত ২৪ জুলাই থেকে বার বার ফোন করা শুরু হয় আমাকে । তারমধ্যে বেশ কিছু নম্বর বম্বেরও ছিল । যে নম্বরগুলি থেকে ফোন আসতে শুরু করে, সেখানে রিং ব্যাক করেও কোনও উত্তর মেলেনি । এরপর আমি আমার ফোনও পালটে নি, নম্বর পালটে নি কিন্তু তাতেও কিছু হয়নি ।’
তিনি বলেন, ‘ফোন করেই জিজ্ঞাসা করা হত, ‘কোয়েনা? হ্যাঁ, বলছি, বলতেই নানা ধরণের নোংরা ভাষায় কথা বলা শুরু হত । এইভাবে টানা একদিন নোংরা কথা শুনে, ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে যাচ্ছিল । কিন্তু, ২৫ জুলাই আর ফোনকল আসেনি । কিন্তু, আচমকাই ২৬ জুলাই ফের ফোন আসতে শুরু করে । এরপর মারাঠিতে আমার সঙ্গে কথা বলে, গালিগালাজ করা হয় ।’
কোয়েনা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম কাজ কর্ম নেই, এমন লোকজন ওইসব কীর্তি করছে । কিন্তু, বার বার ফোনের পর ফোন পেয়ে আমি বিরক্ত হয়ে যাই । ভয় পেয়ে যাই । আর এরপরই পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নি ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন