বালু ব্যবসায়ীকে কুপিয়ে-গুলি করে হত্যা
ময়মনসিংহ সদর উপজেলার লেংরা বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে এক বালু ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ব্যবসায়ীর নাম হাসান (২৬)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
হাসানের ডান পাঁজরে একটি এবং বুকে একাধিক গুলির চিহ্নসহ পায়ে ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এই তথ্য জানিয়েছেন। নিহত হাসান শহরের কাশর এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।
ঘটনাস্থলে থাকা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আজ বেলা সাড়ে ৩টার দিকে একদল যুবক হাসানের ওপর হামলা চালিয়ে তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। পরে তাঁর মৃত্যু নিশ্চিত করতে কয়েকটি গুলি করে। এতে পাঁজরে একটিসহ বুকে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান হাসান।
ওসি আরো জানান, ঘাতকদের সঙ্গে হাসানের চলাফেরা ছিল। কী কারণে বিরোধ সৃষ্টি হয়েছে তদন্ত করা হচ্ছে। পরে জানানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন