বাল্যবিয়ে বন্ধে ফোনেই দায়িত্ব শেষ!

বাল্যবিয়ে বন্ধে শুধু ফোনকল দিয়েই দায়িত্ব শেষ করেছেন লোহাগড়া ইউএনও! সঙ্গত কারণে শিশু সোহেলী খানম এখন নববধূ। সোহেলী লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানান, গোপালগঞ্জের কাশিয়ানীর গোপালপুর গ্রামের সাহাদত মোল্যার ছেলে স্বপনের সঙ্গে নড়াইলের ইতনা ইউনিয়নের পারলংকারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে সোহেলীর বিয়ে হয়েছে। শুক্রবার দুপুরে ইতনা ইউনিয়নের নিকাহ রেজিস্টার রুহুল্লা এ বিয়ে পড়ান। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেন।
এ বিষয়ে লোহাগড়া ইউএনও সেলিম রেজা জানান, বাল্যবিয়ে বন্ধের বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে মোবাইল ফোনে জানিয়েছি। চেয়ারম্যান এ বিয়ে বন্ধ করেছেন বলে আমাকে জানিয়েছেন।
এদিকে ইতনা ইউপি চেয়ারম্যান শেখ শিহানুক রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। সরেজমিনে যাওয়ার পর জানা যায়, বিয়ে বন্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে গোপালগঞ্জের গোপালপুর গ্রামে নববধূ হয়ে স্বপনের বাড়িতে যেতে হলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী সোহেলীকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন