বাল্য বিয়ের অপরাধে যখন বর ও কাজীর জেল..!
দিনাজপুরের পার্বতীপুরে বাল্য বিয়ের অপরাধে বর ও কাজীর জেল হয়েছে। বরযাত্রী হিসেবে বরের জ্যাঠা মোজাহার আলীকে করা হয়েছে এক হাজার টাকা জরিমানা। সোমবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর তরিকুল ইসলামকে ৩০ দিন ও কাজী ওয়াজেদ আলীকে ৩১ দিনের সাজা প্রদান করে।
পার্বতীপুর নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন জানান, উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিনপাড়া গ্রামের সাজ্জাদ মন্ডল তার স্কুল পড়–য়া মেয়ে দশম শ্রেনীর ছাত্রী শিরিন নাহার (১৪) এর বিয়ের আয়োজন করে। বর যাত্রী হিসেবে এসেছিল চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের মোজাফফর হোসেনের পুত্র আরিফুল ইসলাম। খবর পেয়ে তিনি পুলিশসহ উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন। সেখান থেকে বর-কাজী ও বরের জ্যাঠাকে আটক করা হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, বাল্য বিয়ে রেজিষ্ট্রেরী করার অপরাধে কাজীকে ৩১দিন, বরকে ৩০দিন ও বরের জ্যাঠাকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন