বাসচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর
ময়মনসিংহের ত্রিশালে একটি বাসের চাপায় মামুন ও আসিফ নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিশ্ববিদ্যালয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের একজনকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুই শিক্ষার্থী নিহতের ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়য়ের উত্তেজিত শিক্ষার্থীরা এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে।
উপাচার্য প্রফেসর মোহীত উল আলম জানান, আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের পরিবারের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হবে।
নিহত আসিফের বাড়ি ত্রিশাল উপজেলায় এবং মামুনের বাড়ি ময়মনসিংহের সানকীপাড়ায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন