‘বাসায় গিয়েছিলাম ব্যক্তিগত কারণে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্ব নেই’
গুঞ্জন উঠেছিলো-একাদশ নির্বাচন নিয়ে অধিনায়ক মাশরাফি ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে দ্বন্দ্বের গুজব ভাসছিল দুই এক দিন আগে থেকেই। সেই দ্বন্দ্ব এতটাই চরম রূপ নিল নিয়েছিল যে, ফ্র্যাঞ্চাইজির উপর রাগ করে টিম হোটেল থেকে সরাসরি বাসায় চলে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।
তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পক্ষ থেকে জানানো হয়েছে, মাশরাফির সঙ্গে তাদের সম্পর্ক একদমই স্বাভাবিক। কোনোরকম ঝামেলা হয়নি।
এদিকে মাশরাফিও বললেন একই কথা। তিনি বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি বাসায় গিয়েছিলেন। দলের সঙ্গে কোনোরকম দ্বন্দ্ব নেই।
এর আগে সোমবার দুপুরে একাধিক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়, দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে রাগে-ক্ষোভে দুপুর ১ টায় টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি।
সংবাদ মাধমের দাবি মাশরাফি বলেন, আমাকে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজি যে টিম দেবে তা নিয়েই খেলতে হবে। আর তাদের দেওয়া দলে নেই সোহেল তানভীরের মত পারফর্মার। আপনি পরিসংখ্যান দেখুন, চলতি আসরে একন পর্যন্ত সফল খেলোয়াড় সে। তাকে ছাড়া দল সাজানোর প্রশ্নই ওঠে না। চাপিয়ে দেওয়া দল নিয়ে আমি মাঠে নামতে পারবো না।`তাই আমি টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছি।
পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে কথা বললে রাগ কমে মাশরাফির, এমনটাও দাবি করে সংবাদমাধ্যম।
বলা হয়, দ্বন্দ্বের কারণ দুই খেলোয়াড়কে নিয়ে। লিটন কুমার দাস ও পাকিস্তানের সোহেল তানভীর। টিম ম্যানেজম্যান্ট চাচ্ছেন না এ দুই ক্রিকেটার আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলুক। কিন্তু মাশরাফি আস্থা তাদের উপরই! দ্বন্দ্বের কারণে মাশরাফি গুলশানের টিম হোটেল ওয়েস্টিন ছেড়ে বাসায় উঠেন।
এ বিষয়ে বেলা আড়াইটায় মাশরাফি জানান, ‘ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের বলেছি আজ ঢাকার বিপক্ষে আমি খেলবো। তবে আমার দলের সোহেল তানভীরকে দলে রাখতে হবে। কারণ চলতি আসরে এখন পর্যন্ত আমার দলের সেরা পারফর্মার সোহেল তানভীর।’
এ প্রসঙ্গে বিকালে কোচ মিজানুর রহমান বাবুল বলছেন,‘বাসায় প্রতিদিনই যাচ্ছেন মাশরাফি।’ বাসায় উঠলেও আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তার না খেলার কোনো সম্ভাবনা নেই!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন