বাসা-বাড়িতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

বাসা-বাড়িতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস আসতে শুরু করবে। এতে গ্যাসের জন্য আর কারো কোনো অসুবিধা হবে না। সবাই গ্যাস সংযোগ সবাই পাবে। তবে গৃহস্থালি জ্বালানির জন্য কেউ আর গ্যাস সংযোগ পাবে না।
তিনি বলেন, যে কাজে গ্যাস ব্যবহার করলে জাতির উন্নয়ন হবে, উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা হবে, সেসব ক্ষেত্রে গ্যাস সবাই পাবে। গ্যাসের যে মার্কেট সারাবিশ্বে, এতে আমরা নিশ্চিত আগামী ৫০ বছরে গ্যাসপ্রাপ্তিতে কোনো অসুবিধা হবে না। এ ছাড়া আমাদের এলএনজি পাম্পটা হয়ে গেলেই আমরা নির্বিঘ্নে গ্যাস সরবরাহ করতে পারব।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন