বাসের ছাদ থেকে ছিটকে পড়ে নিহত ২
বরগুনার পাথরঘাটা থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে স্থানীয় ভক্তদের নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের কাশিয়ানিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের মো. সোহরাব হোসেন (৪০) ও শহরের ফল বিক্রেতা মো. আনোয়ার হোসেনের ছেলে জাকারিয়া (১৬) ।
বাসযাত্রী মো. আবুল হোসেন ও জাকের পার্টির পাথরঘাটা উপজেলা শাখার সহসভাপতি মো. বাবুল মিয়া এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ব জাকের মঞ্জিলের বাৎসরিক ফাতেহা শরিফে যোগদানের উদ্দেশে আজ সকাল ৮টার দিকে ঢাকা মেট্রে-জ ০৪০০৯০ নম্বরের একটি বাস ভাড়া করে রওয়ানা হন। বাসে প্রায় ৮০ থেকে ৮৫ জন ভক্ত ছিল। পথিমধ্যে ফরিদপুরের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া নামক স্থানে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগায় এবং পুনরায় গাড়ি নিয়ে সড়কে উঠলেও গাছের সাথে ধাক্কা লেগে বাসের ছাদে থাকা সোহরাব হোসেন ও জাকারিয়া রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে তারা নিহত হন। তিনি (মো.বাবুল) সহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন।
তারা আরও বলেন, প্রথমত নিহতদের মরদেহ ফরিদপুরের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সন্ধ্যায় তাদের সাথে থাকা স্বজনরা মরদেহ দুটি নিয়ে পাথরঘাটায় রওয়ানা দিয়েছেন। কোন মামলা হয়নি বা ময়নাতদন্ত করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন

এক সঙ্গে চার কন্যা প্রসব, মারা গেল তিনজনই
বরগুনার এক গৃহবধূ এক সঙ্গে চারটি কন্যা সন্তান প্রসব করেছেন।বিস্তারিত পড়ুন