বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাস ধর্মঘট রুখতে পুলিশের কঠোর অবস্থান

মেহেরপুর: মেহেরপুরে চলা বাস ধর্মঘটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কোনো কারণ ছাড়াই ডাকা ধর্মঘটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ সহ্য করা হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। ইতোমধ্যে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুলের বাসা ও অফিসে ব্যাপক তল্লাশি করেছে পুলিশ। পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

ইউপি নির্বাচনে পুলিশের যানবাহন সরবরাহ নিয়ে দ্বন্দ্বের জেরে বুধবার সকাল থেকে মালিক-শ্রমিকরা আন্তজেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

সকাল সাড়ে ৯টার দিকে দুই শতাধিক পুলিশ সদস্য সঙ্গে নিয়ে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন পুলিশ সুপার হামিদুল আলম। পুলিশের সব সদস্যরা ছিলেন সাজোয়া। তাদের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট, ঢাল, অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শুরু হয় পুলিশি অ্যাকশন। এসময় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করা বাস শ্রমিকরা দিগ্বিদিক ছুটতে থাকে। মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায় ওই এলাকা।

সেখান থেকে কিছু দুরে অবস্থিত জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের অফিসে তল্লাশি চালায় পুলিশ। তাকে না পেয়ে তার বাস ভবনে তল্লাশি করে। কিন্তু সেখানেও তাকে না পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় ফিরে আসেন পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা। যেকোনো মূল্যে এই অবৈধ ধর্মঘট প্রতিহত করার ঘোষণা দিয়ে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন পুলিশ সুপার।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, সরকারি কাজে যখন কোনো যানবাহন নেয়া হয় তখন নিয়মানুযায়ী খরচ বহন করা হয়। কিন্তু বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করছেন গোলাম রসুলসহ কয়েকজন শ্রমিক নেতা। শুধু এটি নয় তারা কথায় কথায় ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে জিম্মি করে। তুচ্ছ ঘটনাতেও বাস বন্ধ করে তারা অনৈতিক দাবি আদায়ের অপচেষ্টা করে। কিন্তু তাদের কোনো অনৈতিক কিংবা অযৌক্তিক দাবি পুলিশ মানবে না। ধর্মঘট প্রত্যাহার করা না হলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মালিক-শ্রমিক কেউ রেহাই পাবে না।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মঘট চলছে। তবে বাসস্ট্যান্ড এলাকায় কোনো শ্রমিক ও মালিক পক্ষের কাউকে দেখা যায়নি। গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছে গোলাম রসুলসহ মালিক-শ্রমিক নেতাদের অনেকেই। বর্তমানে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি

নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বকবিস্তারিত পড়ুন

মেহেরপুরে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা

মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলবিস্তারিত পড়ুন

মেহেরপুরে ধানক্ষেতে মেছো বাঘের বাচ্চা

এখন তো বন বাঁদারেই বাঘের দেখা মেলা ভার। তার ওপরবিস্তারিত পড়ুন

  • মেহেরপুরে জামায়াতের ২৪ নেতা-কর্মী আটক
  • চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
  • এবার সিমেন্ট ছাড়া ঢালাই, ধসে পড়ল স্কুল ভবনের সিঁড়ি !!
  • জেলা পরিষদের নির্বাচনে এমপি আয়েনের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
  • মেহেরপুরে যুবকের লাশ উদ্ধার
  • মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত
  • প্রতিযোগিতা শেষে মিলল একটি ভেড়া, দুটি ছাগল
  • কিস্তি দিতে না পারায় গ্রাহককে পিটিয়ে হাসপাতালে
  • মেহেরপুরে ৪৪ কনস্টেবলকে এএসআই পদে পদোন্নতি
  • মেয়েকে উত্ত্যক্তের জের ধরে বাবাকে কুপিয়ে হত্যা!
  • স্কুলছাত্রীর একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ: যুবক আটক
  • মেহেরপুরে ভুয়া র‌্যাব কর্মকর্তা আটক