বাহুবলিকে টেক্কা দিচ্ছেন দেব
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ককপিট’। এটি পরিচালনা করেন কমলেশ্বর মুখার্জি। এ নির্মাতার ‘আমাজন অভিযান’ সিনেমাতেও অভিনয় করছেন দেব। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের পাহাড়’ সিনেমার সিক্যুয়েলটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।
এদিকে মুক্তিকে সামনে রেখে নানাভাবে এর প্রচারণা চালাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় বিশাল আকৃতির একটি পোস্টার তৈরি করছেন ‘আমাজন অভিযান’ টিম। আর এটিই হবে ভারতের সবচেয়ে বড় পোস্টার। এমনটাই দাবি করেছেন অভিনেতা দেব।
এ প্রসঙ্গে দেব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে লেখা ‘আমাজন অভিযান। বিগেস্ট ফিল্ম, বিগেস্ট পোস্টার।’ এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রে, সম্ভবত ভারতের ইতিহাসে এমন ঘটনা ঘটেটি। তাই আসুন এবং স্বাক্ষী হয়ে থাকুন। আপনাদের আর্শীবাদ এবং সহযোগিতা প্রয়োজন।’ আগামী ৪ নভেম্বর মোহনবাগান মাঠে বিকাল ৪টায় এ পোস্টারের উন্মোচন করা হবে বলেও জানান তিনি।
এর আগে ‘বাহুবলি-দ্য বিগিনিং’ সিনেমা মুক্তির আগে তৈরি করা হয়েছিল বিশাল আকৃতির একটি পোস্টার। ২০১৫ সালের ২৭ জুন, ভারতের কোচিতে উন্মোচন করা হয় এ পোস্টারটি। ‘বাহুবলি’ সিনেমার টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছিল, ২৭ জুন কোচিতে বিশ্বের সবচেয়ে বড় সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। ছবিটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে বাহুবলি টিম গর্বিত। তবে এবার বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার পোস্টারকেও টপকানোর যাওয়ার ঘোষণা দিলেন দেব।
জানা যায়, দেবের ‘আমাজন অভিযান’র এই পোস্টারটি ‘বাহুবলি’র পোস্টারের চেয়েও বড়। দুটি পোস্টারের পার্থক্য প্রায় ৯ হাজার ২০০ বর্গ ফুট। যদি এমনটা হয়ে থাকে তা হলে বাংলা সিনেমায় নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ভেঙ্কটেশ ফিল্মসের শততম এ প্রযোজনার হাত ধরে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন