‘বাহুবলি’র ডিস্ট্রিবিউটর হবার জন্য যুদ্ধ!
বাহুবলি’র ডিস্টিবিউশনের স্বত্ত্ব বিক্রি হয়ে গেছে চীন ও দক্ষিণ আমেরিকায়। ভারতের কোন চলচ্চিত্রের ‘ডিস্ট্রিবিউশন রাইট’ (প্রচার স্বত্ত্ব) হবার জন্য খুব একটা লাফ ঝাপ দেখা যায় না ইউরোপে। কিন্তু ভারতের তামিল চলচ্চিত্র ‘বাহুবলি’র ডিস্ট্রিবিউটর হবার জন্য রীতিমত যুদ্ধ লিপ্ত হয়েছে ইউরোপীয়ান ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলো।
এনডিটিভি তার এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে বাহুবলি’র ডিস্টিবিউশনের স্বত্ত্ব বিক্রি হয়ে গেছে চীন ও দক্ষিণ আমেরিকায়। ইউরোপীয়ান চলচ্চিত্র নির্মাতা ও ডিস্ট্রিবিউটর পিয়ারে অ্যানোলাইন বলেন, ‘ইউরোপে বাহুবলির বেশ ভাল চাহিদা রয়েছে। এর আগে ভারতীয় কোন চলচ্চিত্রের এতটা চাহিদা ইউরোপে হয়নি। এই চলচ্চিত্র প্রদর্শণের স্বত্ত্ব পেতে বেশ কয়েকটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান রীতিমত যুদ্ধে নেমে গেছে। ভারতের চলচ্চিত্রের প্রেক্ষাপটে এটি নিশ্চিতভাবেই একটি ভাল দিক।’
তিনি আরো বলেন, চলচ্চিত্রের ব্যবসা মূলত প্রতি মূহূর্তের চাহিদ অনুসারে হয়ে থাকে। এই চলচ্চিত্রের মাধ্যমে অন্যান্য চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে। আমি মনে করি ভারতে এমন বেশ কিছু চলচ্চিত্র নিমাণ হয়, যা আন্তর্জাতিকভাবে অন্য দেশে প্রিমিয়ার শো করার যোগ্য। এনডিটিভি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন