‘বাহুবলী’র আড়ালে ঢাকা পড়েছে ‘বিসর্জন’

আজ শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি বাহুবলী ২: দ্য কনক্লুশন। এই ছবি দেখার জন্য ভারতের পেক্ষাগৃহের বাইরে লম্বা লাইন দেখা গেছে।
বাহুবলী ২: দ্য কনক্লুশন এই ছবির জন্য খেসারত দিতে হচ্ছে ভারতের কিছু আঞ্চলিক ছবিকে। এক অসমিয়া ছবির একাধিক শো ইতিমধ্যেই প্রেক্ষাগৃহ থেকে বাতিল করা হয়েছে। এ যেন এক ছবির রাস্তা সুগম করতে আর এক ছবির ‘বিসর্জন’।
‘বাহুবলী ২’-এর জন্য ‘বিসর্জন’-এর অনেক শো বাতিল করা হয়েছে কলকাতার সিনেমা হলগুলি থেকে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে টুইটারে এই খবরটি শেয়ার করেছেন।
কৌশিকবাবু বলছেন, ‘আমার ছবি ভাল ব্যবসা করছিল। ছুটির দিনগুলো ছাড়াও অন্যান্য দিনে প্রায় ৬০ শতাংশ প্রেক্ষাগৃহে ‘বিসর্জন’ রমরমা ব্যবসা করেছে।’
১৪ এপ্রিল মুক্তি পাওয়ার পর থেকেই এক দিকে যেমন সমালোচকদের নজর কেড়েছে, তেমনই বাণিজ্যিক ভাবেও সফল ‘বিসর্জন’। রিলিজের প্রথম সপ্তাহেই ‘বিসর্জন’-এর রোজগার ৩০ লাখ ৬৯ হাজার ১৮৬ রুপি, যেখানে মোটের উপর ২১২টি শো চলেছে এই কম বাজেটের ছবির।
পরিচালকের দাবি, আঞ্চলিক ছবির নিরাপত্তা প্রয়োজন। প্রত্যেক সপ্তাহেই বলিউডের বিগ বাজেটের ছবি মুক্তি পায় এবং পাবে। কিন্তু যে ভাবে ‘বাহুবলী ২’ প্রেক্ষাগৃহ দখল করছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন