‘বাহুবলী ২’ ও ‘রোবট ২’র হাড্ডাহাড্ডি লড়াই
চলতি বছরের বিগ বাজেটের দুটি ছবি ‘বাহুবলী ২’ ও ‘রোবট ২’। মুক্তির আগেই ছবি দুটির হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে ছবি দুটির স্বত্ব বিক্রি হয়েছে।
জিটিভি ‘রোবট ২’ ছবির স্যাটেলাইট স্বত্ব কিনে নিয়েছে ১১০ কোটি টাকায়। হিন্দি, তামিল ও তেলুগু ভাষার স্বত্ব কিনেছে জি। অন্যদিকে থিয়েট্রিকাল ও স্যাটেলাইট রাইটস মিলিয়ে ‘বাহুবলী ২’ ইতিমধ্যেই ঘরে তুলেছে ৫০০ কোটি টাকা।
তবে শুধু স্যাটেলাইট স্বত্ব বিক্রিতে এগিয়ে আছে ‘রোবট ২’। কারণ ‘বাহুবলী ২’ এর স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে ৭৭ কোটি টাকায়। সোনি টেলিভিশন ছবিটির হিন্দি ভার্সনের স্বত্ব কিনেছে। এর জন্য তাদের দিতে হয়েছে ৫১ কোটি টাকা। তেলুগু ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়। তবে তামিল ও মালয়ালাম ভার্সনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, সেগুলি পাওয়ার পর ‘রোবট ২’ কে ছাপিয়ে যেতে পারে ‘বাহুবলী ২’। কারণ ‘রোবট ২’ এর স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে একসঙ্গে তিনটি ভাষায়। কিন্তু ‘বাহুবলী ২’ প্রতিটি ভাষায় আলাদা আলাদা করে বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, ‘বাহুবলী ২’ ছবিটি মুক্তি পাবে আগামী এপ্রিলে। এতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেট্টি ও তামান্না ভাটিয়া। অন্যদিকে ‘রোবট ২’ মুক্তি পাবে আগামী নভেম্বরে। এই ছবিতে রোবটের চরিত্রে আবারও দেখা যাবে রজনীকান্তকে। ভিলেনের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অ্যামি জ্যাকসনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন