বাহুবলে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
হবিগঞ্জ : জেলার বাহুবলে নিখোঁজের ৩ দিন পর শিশু সুলতানা আক্তার-এর গলিত লাশ পাওয়া গেল বাড়ি থেকে মাত্র আধাকিলোমিটার দূরবর্তী ধান ক্ষেতে।
শুক্রবার বেলা ১২টায় পুলিশ ওই শিশুর লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আফজল মিয়ার মেয়ে সুলতানা আক্তার (৯) গত মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ২টার দিকে কেরোসিন তেল কেনার জন্য বাড়ি থেকে উপজেলা সদরসংলগ্ন হামিদনগর বাজারে যায়।
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে ওইদিনই উপজেলা সদরসহ সর্বত্র মাইকযোগে নিখোঁজ সংবাদটি প্রচার করা হয়। তাতেও কোনো সাড়া না পেয়ে সুলতানা আক্তার-এর পিতা আফজল মিয়া রাতেই বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ৭৮২, তাং- ১৭/০৮/২০১৬) করেন।
শিশু সুলতানা আক্তার নিখোঁজ হওয়ার ৩ দিনের মাথায় শুক্রবার সকালে স্থানীয় লোকজন উপজেলা সদরসংলগ্ন হামিদনগর ও উত্তরসুর গ্রামের মাঝামাঝি বিল্লাল মিয়ার ধান ক্ষেতে লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
শিশুটির পরিবারের দাবি, থানায় নিখোঁজ সংবাদটি সাধারণ ডায়েরিভুক্ত করার পর পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন বলেন, নিখোঁজ সংবাদটি পাওয়ার পর এএসআই জহির শিশুটিকে উদ্ধারের জন্য নানামুখী চেষ্টা চালিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন