সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাহুবলে শিশু হত্যা: কে এই আব্দুল আলী বাগাল?

হবিগঞ্জ জেলার বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যাকাণ্ডের ঘটনার মূল নায়ক আব্দুল আলী বাগাল। কিন্তু কে এই আব্দুল আলী বাগাল? কি তার মূল পরিচয়? এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে আব্দুল আলী। জীবিকা নির্বাহের তাগিদে অনেক বছর আগে ফয়জাবাদ চা বাগানের পাহারাদারের কাজ নেন তিনি। স্থানীয়ভাবে যার পরিচিতি বাগাল নামে। দীর্ঘদিন বাগালের কাজ করায় তার নামের সাথেই জুড়ে যায় বাগাল শব্দটি। এ পেশায় যুক্ত থাকার সুবাদে ইতোমধ্যেই তিনি কৌশলে চা বাগানের বেশ কিছু ভূমি দখল করে ফল বাগানও প্রতিষ্ঠা করেন। এছাড়াও বাগানের ব্যাপক গাছ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বড় বড় কীর্তিগাঁথাও জড়িয়ে আছে আব্দুল আলীর নামের সঙ্গে। প্রায় ২৫ বছর আগে সুন্দ্রাটিকি গ্রামে খুন হয়েছিলেন আব্দুল জলিল নামে এক ব্যক্তি। তখনও অভিযোগ উঠেছিল আব্দুল আলীর বিরুদ্ধে। এর ৫ বছর পর আরও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ওই গ্রামে রশিদপুর চা বাগানের নাচঘর এলাকার পাশ থেকে উদ্ধার করা হয় ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মুত্তাছির মিয়ার মিয়ার ভাই মোশাহিদ মিয়ার। এ ঘটনায়ও জড়িত থাকার অভিযোগ উঠে আব্দুল আলীর বিরুদ্ধে। দুটি খুনের ঘটনাতেই আপোষে রফাদফার মাধ্যমে বেঁচে যান আব্দুল আলী বাগাল।

সম্প্রতি, গত দুর্গাপূজায় প্রতীমা বিসর্জনের আগের দিন আব্দুল আলী বাগালের এক ছেলে কিছু বখাটেসহ রশিদপুর চা বাগানে পূজা অনুষ্ঠানে যায়। সেখানে তাদের হাতে যৌন হয়রানির শিকার হয় এক নারী চা শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে বিসর্জনের পরদিন সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর ও লুটপাট চালানো হয় চা শ্রমিকদের বাড়ি ঘরে। এ ঘটনার নেতৃত্বেও ছিলেন আব্দুল আলী বাগাল।

সুন্দ্রাটিকি গ্রামের বাসিন্দা ইদ্রিছ আলী এ প্রতিবেদককে অভিযোগ করে জানান, বছর খানেক আগে তার বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততা ছিল আব্দুল আলী বাগালের ছেলে বিলাল মিয়া ও তার ভাতিজারা। এ ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে একটি ডাকাতির মামলাও করেছেন।

সহযোগী থেকে পঞ্চায়েত প্রধান:

সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল আলী একটি পঞ্চায়েতের প্রধান হিসেবে পরিচিতি হলেও তিনি এ পরিচয় কৌশলে বাগিয়ে নেন। তিনি এক সময় ছিলেন গ্রাম পঞ্চায়েতের আব্দুর রউফের সহযোগী। আব্দুর রউফ মারা গেলে গ্রামের রীতি অনুযায়ী ওই পঞ্চায়েতের প্রধান হন তার ছেলে আব্দুল মইন সুমন। কিন্তু চতুর বাকপুট এবং কৌশলী আব্দুল আলী বাগাল সুমনকে সরিয়ে দায়িত্ব দখল করে নেন। এ নিয়ে এখনও পঞ্চায়েতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। ৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ইসাবিল এলাকা থেকে বালিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনারও মূলে গ্রাম্য পঞ্চায়েতের দ্বন্দ্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত

হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন

  • অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
  • পাকা ফসল হারিয়ে কৃষকদের মাঝে হাহাকার
  • হবিগঞ্জের আলোচিত বাক প্রতিবন্ধী প্রেমিক জুটির বিয়ে
  • হবিগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যা করলো জামাই, শাশুড়িসহ জখম ৪
  • আলহামদুলিল্লাহ… বোয়াল মাছে আল্লাহু
  • হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫
  • হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার
  • ৪৫ বছরেও স্বীকৃতি পাননি হবিগঞ্জের প্রথম শহীদ সালেহ উদ্দিন আহমদ
  • হবিগঞ্জের ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু
  • ফেসবুকে ধর্মীয় উসকানির অভিযোগে হবিগঞ্জে কলেজছাত্র আটক
  • হবিগঞ্জে আবারো স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার
  • হবিগঞ্জে নির্মাণাধীন ফটক ভেঙে ১০ শ্রমিক আহত