বাড়িতে যাবে বিদ্যুৎ, হবে রাস্তা: সৌম্য-মুস্তাফিজের
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম দুই-নায়ক তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের গ্রামের বাড়িতে রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকায় থাকা সাতক্ষীরাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। তবে সব কিছু পেছনে রেখে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে দলের জন্য আরো বেশি অবদান রাখার প্রত্যয় জানিয়েছেন সাতক্ষীরা থেকে উঠে আসা এই দুই জিনিয়াস।
ভারতের বিপক্ষে শেষ হওয়া সিরিজে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান সৌম্য সরকারের। আর রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে টুর্নামেন্ট সেরা হওয়ার পথে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অভিষিক্ত মুস্তাফিজ। ৪২ গড়ে ৩ ম্যাচে ১২৮ করেছেন সৌম্য। আর ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ইতিহাস গড়া পারফরমেন্স মুস্তাফিজুর রহমানের।
সিরিজ জয়ের দুই নায়ক, দুজনের বাড়িই সাতক্ষীরা জেলায়। ঢাকা থাকা সাতক্ষীরার মানুষদের সংগঠন ঢাকাস্থ সাতক্ষীরাবাসি তাই আয়োজন করে তাদের জন্য সংবর্ধনার।
তাদের দুজনের সঙ্গে ছিলেন জাতীয় দলে সবার আগে নাম লেখানো সাতক্ষীরার আরেক সফল ক্রিকেটার রবিউল ইসলাম শিবলুও।
সংবর্ধনা অনুষ্ঠানেই জানানো হয় সৌম্যের গ্রামের বাড়ি মহিষডাঙ্গায় পাকা রাস্তা আর বিদ্যুৎ পৌছে দিচ্ছে সরকার। মুস্তাফিজের তেতুলিয়া গ্রামেও যাবে বিদ্যুৎ। আর তা শুধু মুস্তাফিজ-সৌম্যের ক্রিকেট সাফল্যের আরো একটি স্বীকৃতি।
গণমাধ্যমে কথা বলতে এখনো অস্বস্তি লাগে ইতিহাস গড়া মুস্তাফিজের। তবে নিজের সাফল্যের স্বীকৃতি পাওয়ায় কৃতজ্ঞ বাংলাদেশি ওপেনার।
পাকিস্তান-ভারতের পর বাংলাদেশের পরের ‘অ্যাসাইনমেন্ট’ সাউথ আফ্রিকার সঙ্গে আরেকটি হোম সিরিজ। সে সিরিজেও নিজের সেরাটা দিতে প্রস্তুত সৌম্য আর মুস্তাফিজ। সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। মঙ্গলবার এক মাসের সফরে ঢাকা আসছে প্রোটিয়া ক্রিকেটাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন