বাড়ির সবাইকে অচেতন করে বন্ধুর বোনকে ধর্ষণচেষ্টা..!
বাড়ির সবাইকে অচেতন করে বন্ধুর বোনকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক বন্ধু। মঙ্গলবার রাতে নড়াইলের বিছালী ইউনিয়নের চাঁকই গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিবেশীরা ওই যুবককে ধরে পুলিশে দিয়েছেন।
প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া এলাকার এস এম শাহাদত কবির ফিরোজ (২৮) মঙ্গলবার সন্ধ্যার দিকে নড়াইলের চাঁকই গ্রামে তার বন্ধুর বাড়িতে আসেন। সাথে করে তিনি চটপটি এনেছিলেন। চাঁকই গ্রামে বন্ধুর বাড়িতে আসার পর বাড়িতে থাকা বাবা-মা, এক ভাই ও বোন সেই চটপটি খান।
টাঙ্গাইলে চাকরিরত ওই বন্ধু ওই রাতে বাড়িতে ছিলেন না। পরে সবাই অজ্ঞান হয়ে পড়েন। সেই সুযোগে ফিরোজ বন্ধুর বোনকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় বন্ধুর বোন কিছুটা চেতনা ফিরে পেয়ে চিৎকার করলে প্রতিবেশী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় প্রতিবেশীরা ফিরোজকে ধরে পুলিশে সোর্পদ করেন।
তরুণীটি স্থানীয় আব্দুল ওহাব মডেল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ওই বাড়ির সদস্যের বাবা, মা, ভাই ও ভূক্তভোগী ওই বোনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে পরিবারের সদস্যদের জ্ঞান ফিরলেও পুরোপুরি সুস্থ হয়নি তারা।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে ধর্ষণচেষ্টার শিকার মেয়েটির বাবা নওয়াপাড়ার একটি শিল্পকারখানায় চাকরির সূত্রে তাদের সাথে ফিরোজের পরিচয় হয়। পরে সমবয়সী তার ছেলের সাথে ফিরোজের বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের সূত্রে ফিরোজ মাঝে-মধ্যে তাদের বাড়িতে বেড়াতে আসত।
ইতোমধ্যে বন্ধু ওই বোনকে (ধর্ষণ চেষ্টা) বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন ফিরোজ। অবশেষে মঙ্গলবার চটপটিতে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ফিরোজ তার বন্ধুর বোনকে ধর্ষণের চেষ্টা চালান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, শাহাদতকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন