বায়োপিকে ধোনির ষড়যন্ত্রের কথা জানালেন পরিচালক!
ছবিটি নিয়ে শুরু থেকেই আলোচনা চলছিলো। তবে ট্রেলার মুক্তির পর এই আলোচনাযে সমালোচনায় রুপ নেবে তা কে জানত? ধোনির বায়োপিকের ট্রেলার মুক্তির পর পরই প্রবল ঝড়ের মুখে পড়েছেন বায়োপিকের পরিচালক।
গোটা দেশ অধীর অপেক্ষায় ছবিটির জন্য। কবে মুক্তি পাবে মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক? স্থির হয়েছে, চলতি মাসের ৩০ তারিখ দিনের আলো দেখতে চলেছে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। ধোনির বায়োপিকের ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবং তাতে দেখানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের মতো তারকাদের দল থেকে বাদ দেওয়ার জন্য ভারত অধিনায়ক ষড়যন্ত্র করছেন।
সিনিয়র ক্রিকেটারদের দলে চাননি ধোনি, এরকমই একটা অভিযোগ ছিল মাহির বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলে শোনা যায় অন্য গল্প। নির্বাচকদের নাকি ধোনি প্রভাবিত করতেন। সৌরভের বিরুদ্ধে নেতিবাচক তথ্য পেশ করতেন নির্বাচকদের কাছে। সিনিয়রদের বিরোধী ছিলেন ধোনি বলে শোনা যায়।
বায়োপিকের ট্রেলারেও তেমনটাই দেখানো হয়েছে। ধোনিকে ষড়যন্ত্রকারী হিসেবে দেখানো হয়েছে। অধিনায়ক থাকার সময়ে ধোনি কি সেরকমটাই করেছিলেন? ধোনিকে নিয়ে অভিযোগের অন্ত নেই ভারতীয় ক্রিকেটে। নিন্দুকেরা বলে থাকেন, ধোনি চাননি ভারতীয় ক্রিকেটের ব্রহ্মা—বিষ্ণু—মহেশ্বরকে। সৌরভ-দ্রাবিড়-সচিন ধোনি-জমানাতেই অবসর নেন। বায়োপিক মানেই তো একজনের জীবনের সত্য ঘটনা তুলে ধরা। ধোনির বায়োপিকেও সেরকমটাই তুলে ধরা হবে, এটাই তো স্বাভাবিক।
ছবির পরিচালক নীরজ পাণ্ডে বলেছেন, এই ছবির গল্প তথাকথিত ফিল্মি নয়। এখানে ধোনির জীবনের বেশ কিছু গোপন তথ্য ফাঁস করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বহু কাঠ-খড় পুড়িয়ে ধোনিকে এই তথ্য প্রকাশে রাজি করানো হয়েছে।
ট্রেলারে দেখানো হয়েছে, সিনিয়র ক্রিকেটারদের দলে চাননি ধোনি। মাহির ইশারাতেই নির্বাচকরা সৌরভ-রাহুলের মতো সিনিয়র ক্রিকেটারদের দলে রাখতেন না। অর্থাৎ ধোনি যেমন চাইতেন, সেটাই মেনে নিতেন নির্বাচকরা। সৌরভরা ছিলেন হাতের পুতুল। যদিও সিনিয়র ক্রিকেটারের নাম নেওয়া হয়নি ট্রেলারে। তাতে কি সমালোচকদের মুখ বন্ধ করা সম্ভব? অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, তিন সিনিয়র ক্রিকেটারকে অপমান করা হয়েছে ধোনির বায়োপিকে।
নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য আসরে নেমে পড়েছেন পরিচালক নীরজ পাণ্ডে। বলেছেন, ‘কোনও ক্রিকেটারকে অপমান করা হয়নি। কাউকে আঘাত করার কোনও মানসিকতাও ছিল না। স্পোর্টসম্যান স্পিরিট নিয়েই ছবিটি বানানো হয়েছে। কাউকে ছোট করা হয়নি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন