বাকি দু’বছরে রেলে নতুন চমক দেখাবো : রেলমন্ত্রী

বর্তমানে রেলওয়ের অনেক অগ্রগতি হচ্ছে। সরকারের বাকি দুই বছরে রেলে নতুন চমক দেখাবেন বলেও মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রাজধানীর ঢাকা ক্যানটনমেন্ট রেলওয়ে স্টেশনে শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক জানান, আগামী বছরের প্রথম দিকে খু্লনা থেকে ভারতে যাওয়ার ট্রেন চালু করা হবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।
দেশের কোনো জেলা রেলের নেটওয়ার্কের বাইরে থাকবে না বলেও জানান রেলমন্ত্রী।
তিনি আরও বলেন, আগের বিএনপি সরকার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন করা তো দূরের কথা, সংস্কার পর্যন্ত করেনি। এখন ডাবল লাইন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেল সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলের মহাপরিচালক আমজাদ হোসাইন, ভারতীয় সহকারী হাই কমিশনার ড. আদর্শ সাইক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন এই ট্রেনটি কলকাতা থেকে শুক্রবার ও ঢাকা থেকে শনিবার ছেড়ে যাবে। ঢাকা-কলকাতা রুটে চতুর্থ এ ট্রিপ চালুর কারণে এখন সপ্তাহে তিনদিনের পরিবতে চারদিন এ রুটে ট্রেনটি চলাচল করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন