বাকি দু’বছরে রেলে নতুন চমক দেখাবো : রেলমন্ত্রী

বর্তমানে রেলওয়ের অনেক অগ্রগতি হচ্ছে। সরকারের বাকি দুই বছরে রেলে নতুন চমক দেখাবেন বলেও মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রাজধানীর ঢাকা ক্যানটনমেন্ট রেলওয়ে স্টেশনে শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক জানান, আগামী বছরের প্রথম দিকে খু্লনা থেকে ভারতে যাওয়ার ট্রেন চালু করা হবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।
দেশের কোনো জেলা রেলের নেটওয়ার্কের বাইরে থাকবে না বলেও জানান রেলমন্ত্রী।
তিনি আরও বলেন, আগের বিএনপি সরকার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন করা তো দূরের কথা, সংস্কার পর্যন্ত করেনি। এখন ডাবল লাইন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেল সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলের মহাপরিচালক আমজাদ হোসাইন, ভারতীয় সহকারী হাই কমিশনার ড. আদর্শ সাইক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন এই ট্রেনটি কলকাতা থেকে শুক্রবার ও ঢাকা থেকে শনিবার ছেড়ে যাবে। ঢাকা-কলকাতা রুটে চতুর্থ এ ট্রিপ চালুর কারণে এখন সপ্তাহে তিনদিনের পরিবতে চারদিন এ রুটে ট্রেনটি চলাচল করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন