বিএনএতেও জায়গা হলো না নাজমুল হুদার
ব্যারিস্টার নাজমুল হুদাকে জাতীয় জোট- বিএনএ থেকে বহিস্কার করে তার পরিবর্তে জোটের মহাসচিব সেকেন্দার আলী মনিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেনের পাঠানো ই-মেইল বার্তায় একথা জানানো হয়েছে।
বার্তাটিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর শ্যামলীর একটি কমিউনিটি সেন্টারে বিএনএ’র কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বার্তায় আরো জানানো হয়, ওই সভায় বিশদ আলোচনা করে বিএনএ’র চেয়ারম্যানের পদ থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে সর্বসম্মতিক্রমে বহিস্কার করা হয়। বিএনএকে গতিশীল না করা এবং অনিয়ম ও অনাকাংখিত কার্যকলাপের দায়ে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় একই সঙ্গে বিএনএ’র মহাসচিব সেকেন্দার আলী মনিকে চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, আম-জনতা পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ বেনজীর আহমেদ, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, আওয়ামী পার্টির চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিজিএ’র চেয়ারম্যান এ.আর.ম জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন