শনিবার, এপ্রিল ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিএনপিকে ক্ষমতায় যেতে দেয়া যাবে না’

বিএনপির সঙ্গে কোনো আলোচনা তো করবেনই না, তাদের আর ক্ষমতায় যেতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

জেল হত্যা দিবস সামনে রেখে বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ক্যাপ্টেন এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় খুন হন জাতীয় চার নেতা- ক্যাপ্টেন এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, এম কামারুজ্জামান ও তাজউদ্দীন আহমদ। মনসুর আলীর ছেলে হলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না। আমাদের সঙ্গে খুনিদের কোনো আলোচনা হতে পারে না। তাদের বৈঠক হবে নির্বাচন কমিশনের সঙ্গে।

নাসিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সবাই আজ ঐক্যবদ্ধ। ওই খুনি গোষ্ঠীর সঙ্গে কোনো আপোষ হতে পারে না। ২০১৯ সালের নির্বাচনে তাদের পরাজিত করতে হবে। এদের আর ক্ষমতায় যেতে দেয়া যাবে না। তারা ক্ষমতায় গেলে আবার দেশ লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হবে।’

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে নাসিম বলেন, ‘চ্যালেঞ্জ কীভাবে নিতে হয় তা শেখ হাসিনা শিখিয়েছেন। তার দৃঢ় নেতৃত্বে মানবতাবিরোধী অপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, চার নেতা হত্যার বিচার পেয়েছি।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া খুনিদের আশ্রয়-প্রচ্ছয়দাতা। বিএনপি ক্ষমতায় থাকার সময় বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টে ঝুলিয়ে রেখেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচারকাজ সম্পন্ন করেছেন।’

নাসিম বলেন, ‘চার নেতা জীবন দিয়ে প্রমাণ করেছেন, সবাই খন্দকার মোস্তাক নয়, সবাই জিয়াউর রহমান নয়। তারা আত্মসমর্পণ করেননি, খুনিদের সঙ্গে আপোষ করেননি। জীবন দিয়ে তারা বঙ্গবন্ধুর আজীবনের সহচর হয়েছেন।’

আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল স্বাধীনতাবিরোধী শক্তির নীলনকশা বাস্তবায়ন করতে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকায় তারা ব্যর্থ হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ আন্তর্জাতিকভাবে বিশ্বে একটি মর‌্যাদাশীল রাষ্ট্রে অবস্থান করছে।’

দেশের অগ্রযাত্রা রুখতে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের এ বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের অগ্রযাত্রা বানচাল করার ষড়যন্ত্র এখনো চলছে। ষড়যন্ত্রকারীরা ২০১৩ সালে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। ২০১৪ ও ২০১৫ সালে ৯২ দিন জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছে।’

স্মরণ সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বেসরকারি বিমান চলাচল ও পর‌্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের