বিএনপিতে তিন পদে ২৩ জনের লড়াই, সিলেট
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৬ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে সিলেট বিএনপি এখন সরগরম। এবারের সম্মেলনে নির্বাচনের মাধ্যমে জেলা ও মহানগরের তিন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব ঠিক করা হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদের জন্য জেলা ও মহানগর মিলিয়ে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ নভেম্বর সিলেট জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। বর্তমানে ‘নিখোঁজ’ থাকা ইলিয়াস আলীর নেতৃত্বে ওই সম্মেলনে ইলিয়াস নিজেই কমিটির সভাপতি হয়েছিলেন। সেই সম্মেলনের প্রায় ৪ বছর পর এবং ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রায় দুই বছর পর ২০১৪ সালের ১৫ এপ্রিল ওই কমিটি ভেঙে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আহবায়ক কমিটি ঘোষণা করেন। ওই আহবায়ক কমিটিকে ৪৫ দিনের মধ্যে সকল উপজেলা, থানা, পৌরসভার কমিটি করে জেলা সম্মেলন শেষ করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু দেড় বছরের বেশি সময় পেরুলেও সম্মেলন শেষ করতে পারেনি জেলা বিএনপি।
অন্যদিকে ৩ মাসের আহবায়ক কমিটি দিয়ে এক বছরেরও বেশি সময় পার করেছে সিলেট মহানগর বিএনপি। বিভিন্ন কারণে কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি আহবায়ক কমিটি।
তবে অবশেষে সিলেট জেলা ও মহানগর বিএনপিতে সম্মেলনের হাহাকার ফুরাচ্ছে। ৬ ফেব্রুয়ারি সম্মেলনকে ঘিরে সিলেট বিএনপিতে বইছে উৎসবের আমেজ। পদ প্রত্যাশী নেতারা তাদের অনুসারী নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। জেলা ও মহানগর মিলিয়ে ৩টি গুরুত্বপূর্ণ পদের জন্য ২৩ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আহমদুল সামাদ।
তিনি জানান, সিলেট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য মোট ১১ জন এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা যায়, জেলার সভাপতি পদে প্রাক্তন সাংসদ দিলদার হোসেন সেলিম, আবুল কাহের শামীম ও আবদুল কাইয়ুম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন জেলা বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও জেলা যুবদলের সভাপতি আবদুল মান্নান।
এ ছাড়া জেলার সাংগঠনিক সম্পাদক পদে জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি এমরান আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কেন্দ্রীয় ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি সিদ্দীকুর রহমান পাপলু, কারাবন্দি কেন্দ্রীয় ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল ও অ্যাডভোকেট হাসান পাটোয়ারি রিপন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে মহনগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন ও প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও রেজাউল হাসান কয়েস লোদী রয়েছেন লড়াইয়ে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর শাহিন, মিফতাহ সিদ্দীকি, মাহবুব চৌধুরী এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত সাদেক ও সৈয়দ তৌফিকুল হাদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসন্ন সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির ১৩২ জন ভোটার ভোট দেবেন। তন্মধ্যে জেলার অধীনে ৫১ জন এবং মহানগরের অধীনে রয়েছেন ৮১ জন ভোটার। জেলার অধীনে ১৭টি ইউনিটের মধ্যে রয়েছে ১৩ উপজেলা ও ৪ পৌরসভা। প্রতি উপজেলা ও পৌরসভা থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটাধিকার প্রয়োগ করে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। অন্যদিকে মহানগর বিএনপির অধীনে ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটাধিকার প্রয়োগ করে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
এদিকে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
সম্মেলনের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেন, দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেছেন। সিলেট বিএনপিতে উৎসবের আমেজ বিরাজ করছে।
তিনি বলেন, ভোটের মাধ্যমেই এবার নেতৃত্ব নির্বাচিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন