বিএনপির অবহেলার কারণেই পাহাড়ের এই অবস্থা: ওবায়দুল কাদের
পাহাড় ধসের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের অবহেলার কারণেই আজ পাহাড়ের এই অবস্থা। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় পাহাড়ে চার লাখ মানুষকে পুনর্বাসন করেছে। পাহাড়ের ভারসাম্য নষ্ট করেছে।’
১৭ মে শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘তারা যখন ক্ষমতায় ছিল, তখন কি পাহাড় ছিল না? তারা তো ক্ষতিগ্রস্থদের খবর নিতে পাহাড়ে যায়নি। তারা শুধু প্রেস ব্রিফিং করে সীমাবদ্ধ ছিল। সাত দিন পর এখন ফটোসেশানের জন্য তারা আগামীকাল পাহাড়ে যাবে।’
মন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী কি কোথাও গেছেন? উপকূলে গেছেন, হাওরে গেছেন, পাহাড়ে গেছেন? যারা সমালোচনা করেন তারা কি কোন কাজ করেন। কাজেই সমালোচনা না করে বিএনপিকে আমি বলি জনগণের পাশে দাড়াঁন। আপনাদের নেতিবাচক রাজনীতি থেকে ইতিবাচক রাজনীতি করুন। আসুন রি-এক্টিভ কথাবার্তা না বলে প্রো-এক্টিভ ভূমিকা পালন করুন।’
পাহাড় থেকে সমস্ত বসতি সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। যত প্রভাবশালী হোক না কেন কারও কোনা বাধা মেনে নেওয়া হবে না। আগামী চার দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক স্বাভাবিক হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্থ বান্দরবন-চট্টগ্রাম সড়কেরও মেরামত কাজ চলছে বলেও জানান তিনি।
ফ্লাইওভারের কাজ পরিদর্শনের সময় সহকারী প্রকল্প পরিচালক কর্নেল জামিউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মেজর ফয়সাল চৌধুরী ও জেলা প্রশাসক মনোজ কুমার উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না
পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল
৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন