বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয় : ইসি সচিব
নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম দাবি করেছেন, কমিশন কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলো এসেছে, তা ঢালাওভাবে করা। সুনির্দিষ্ট কোনো অভিযোগ নয়।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ করে বিএনপি। সে বিষয়ে জানতে চাইলে ইসি সচিব সাংবাদিকদের উল্লেখিত কথা বলেন।
ইসি সচিব বলেন, ইউপি কিংবা যেকোনো নির্বাচনে ইসির ভূমিকা নিরপেক্ষ। ইসি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব নির্বাচন পরিচালনা করছে। ইউপি নির্বাচনও সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পরিচালনা করছে।
সচিব আরো বলেন, বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু সে অভিযোগগুলো ঢালাও। সুনির্দিষ্ট অভিযোগ নয়। আমাদের কাছে আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ এলে অবশ্যই নির্বাচন কমিশন সেটি দেখবে এবং তারা ব্যবস্থা নেবে।
সিরাজুল ইসলাম বলেন, অভিযোগে তিনটির বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে কখন হচ্ছে, কোথায় হচ্ছে এবং কে করেছে। আমি মনে করি, যে অভিযোগগুলো এসেছে, তা ঢালাও অভিযোগ। ঢালাও অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।
তিনি বলেন, ইসির অধীনে যারাই কাজ করছেন, তাদের আইন ও বিধির আলোকে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। কেউ নির্দেশ না মানলে, আইনের ব্যত্যয় করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে অভিযোগগুলো সুনির্দিষ্ট হতে হবে, যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। অন্যথায় ব্যবস্থা নেয়া সম্ভব নয়।
বিএনপির অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, দলটি একটি অভিযোগও আসেনি যে ওই সময়, ওই জায়গায় ওমুক ব্যক্তি ওই ঘটনাটি ঘটিয়েছে। আমি বলছি না, বিএনপির অভিযোগ ভিত্তিহীন। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে। এ জন্য আমি তিনটি তথ্য চাই। কে, কোথায় এবং কখন ঘটিয়েছে।
সচিব বলেন, কমিশনের কাছে একটি প্রস্তাব গেছে—পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। সেখানে বলা হয়েছে, স্ব-স্ব অধিক্ষেত্রে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন