রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির কর্নেল আকবর, আ.লীগের বীরেন শিকদার

মন্ত্রিসভার সদস্যের বাসায় গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু। গণমাধ্যমে স্বভাবতই বড় খবর। তাৎক্ষণিকভাবে পুলিশ, পরে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানালেন, মিলন টিকাদার আত্মহত্যা করেছে। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা, জল্পনা-কল্পনা।

মন্ত্রীর বাড়ির কাজের লোকের অস্বাভাবিক মৃত্যু এটাই প্রথম নয়। এক যুগ আগে চারদলীয় জোট সরকারের মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের বাসায় মৃত্যু হয়েছিল এক গৃহকর্মীর। তবে সেটিকে আত্মহত্যা বলেনি কেউ। খুন করা হয়েছিল মন্ত্রীর বাড়ির গৃহকর্মী বিলকিস বেগমকে।

গৃহকর্মীর অপমৃত্যুর মামলার নাকি বিচার হয় না- গৃহকর্মীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের গবেষণা প্রতিবেদন এটি। সাবেক মন্ত্রী আকবর হোসেনের বাড়িতে গৃহকর্মীর মৃত্যুর ঘটনাটিই এর প্রমাণ।

বিলকিস বেগমকে খুন করা হয়েছে-এটা প্রমাণ হয়েছে পুলিশের তদন্তে। কিন্তু মন্ত্রীর ঘরের ভেতর কে খুন করলো সেটি বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আর নয় বছর তদন্ত করার পর ক্ষ্যান্ত দিয়েছেন কর্মকর্তারা। ২০১৩ সালে এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ঢাকা মহানগর উত্তরের বিশেষ পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার।

সিআইডি জানায়, ওই গৃহকর্মীকে খুন করা হলেও কে খুন করেছে-সেটা বের করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সিদ্ধান্তেই এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। অর্থাৎ এই মামলাটিতে পুলিশ কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মত কিছু খুঁজে পায়নি।

কর্নেল (অব.) আকবরের বাসায় সেই খুন

২০০৪ সালের ১৭ ডিসেম্বর সকালে বিএনপি নেতা ও সে সময়ের নৌপরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেনের গৃহকর্মী বিলকিস বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় মামলা হয়, নিহতের ছেলে শাহীনকেই পুলিশে দেন মন্ত্রী আকবর। রিমান্ডে নিয়ে চেষ্টা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার। তবে মাকে হত্যার অভিযোগে জবানবন্দি দিতে রাজি হননি শাহীন। পরে তাকে মুক্তি দেওয়া হয়। পরে মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তের দায়িত্বপান সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার রওনুকুজ্জামান। অভিযোগ রয়েছে ওই মামলা সিআইডিতে যাওয়ার পরে সংগ্রহকৃত আলামত, ফিঙ্গার প্রিন্টসহ নানা আলামতও নষ্ট করে ফেলা হয়।

জানতে চাইলে সিআইডি পুলিশের বিশেষ সুপার ঢাকা মহানগর উত্তর শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, ‘প্রায় তিন বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সিদ্ধান্ত অনুযায়ী এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল।’

এক যুগ পর এবার গৃহকর্মীর মরদেহ মিলল প্রতিমন্ত্রীর বাড়িতে

আকবরের বাড়িতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর এক যুগ পর গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হলো ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাড়িতে। বুধবার রমনার মিনিস্টার্স অ্যাপর্টম্যান্টের শিকদারের গৃহকর্মী মিলন টিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিমন্ত্রীর বাসার গৃহকর্মীর মৃত্যুর ব্যাপারে দায়ী করা হচ্ছে মিলনকেই। পুলিশ জানায়, এই যুবক আত্মহত্যা করেছেন। তিনি একটি মেয়ের সঙ্গে প্রেম করত এবং অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হাসান সরদার বলেন, ‘মিলনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে বোঝা যাবে তার মৃত্যুর প্রকৃত রহস্য। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা