বিএনপির কাউন্সিলে বিজেপির ভিডিও বার্তা
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রতিবেশি দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। ভিডিও বার্তাটি চালু হওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীরা হাততালি দিয়ে নরেন্দ্র মোদির দল বিজেপিকে অভিনন্দন জানান।
২০১৫ সালে বিএনপির সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিজেপি সভাপতি অমিত শাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করেছেন বলে খবর চাউর হয়। পরে অবশ্য বিভিন্ন গণমাধ্যম অমিতের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার পক্ষ থেকে কাউকে ফোন করা হয়নি।
বিএনপির কাউন্সিল উপলক্ষে অন্যান্য দেশের সরকার, রাজৈনিতক দলও অভিনন্দন বার্তা পাঠিয়েছে। এসব অভিনন্দন বার্তাকে বিএনপি নেতারা নিজেদের প্রতি সমর্থন বলে মনে করছেন।
কাউন্সিলে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন সুশীল সমাজের সদস্যরাও। আছেন ২০ দলীয় জোটের নেতারাও।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল চলছে।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কাউন্সিলকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন