বিএনপির দুর্দিনের কাণ্ডারি ছিলেন হান্নান শাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি। তাকে হারিয়ে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি তা পূরণ হবার মত নয়।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাকের কনফারেন্স লাউঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় সংসদ আয়োজিত সংগঠনটির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশি জাতীয়তাবাদী সংস্কৃতি ও শহীদ জিয়া শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, মরহুম হান্নান শাহ বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ১/১১ সময় যখন বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছিল তখন তিনি (হান্নান শাহ) সকল ষড়যন্ত্র প্রতিহত করে কান্ডারিরর ভূমিকা পালন করেছেন।
তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র নেই। আমরা এই হারানো গণতন্ত্র পূণরুদ্ধারের জন্যই আন্দোলন করছি। আগামী দিনে এই আন্দোলনে জিসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাসেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন