শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির যে দাবির সঙ্গে একমত জামায়াত

দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির চার নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন।

বুধবার) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, বিশেষ করে যারা বাংলাদেশে স্বাধীনতা ও সার্বোভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্ট্যাবিলিটি  বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত  ও প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো আমরা বলে এসেছি।”

এছাড়া গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান দলটির মহাসচিব।

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমিরও তার একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন।

বিএনপি জাতীয় ঐক্যর কথা বলেছে ও উদ্বেগের কথা জানিয়েছে, আপনারা সেই বিষয়ে একমত কি-না, এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “জাতীয় ঐক্যর কথা অবশ্যই এসেছে। উদ্বেগ নিয়ে আজ আমরা আলোচনা করেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে দেশ মনে হয় গোল্লায় গেছে। বিষয় হচ্ছে আমাদের দেশে শান্তিশৃঙ্খলা কারা বিঘ্নিত করছে সেটা চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমের মোকাবিলা করতে হবে।”

জামায়াতের আমির আরও বলেন, “দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীতে দেশে কীভাবে শান্তি-শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যক্রমের মাধ্যমে নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশে আমাদের সবার, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য কীভাবে করা যায়, প্রশাসনে কীভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, “দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, মানুষের কষ্ট হচ্ছে, এটাকে লাঘব করার জন্য, মানুষের সাধ্যের মধ্যে কীভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। সামনে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এসব বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি।”

জাতীয় ঐক্য নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এগুলোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় আমরা একমত হয়েছি, দেশের সব মানুষকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। দল-বর্ণ নির্বিশেষে মতবিরোধ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাই যেন একমত থাকতে পারি সেটা আমি দেশবাসীকে আহ্বান জানাই।”

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। কিন্তু আমরা সেটা আগেই বলেছি, নির্দিষ্ট কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি আগেই জানিয়েছি।”

বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের কথা ওঠেছে, এই বিষয়ে আপনাদের অবস্থান কী, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুধু ইসকন না, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

জাবি ছাত্রদলের পুনর্মিলনীতে দুই গ্রুপের বাগ্‌বিতণ্ডা, ককটেল উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদলের সাবেক-বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে দুই গ্রুপেরবিস্তারিত পড়ুন

ফখরুল: ফ্যাসিবাদের ফেরার সম্ভাবনা বাড়ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হলেওবিস্তারিত পড়ুন

বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছোঁড়ারবিস্তারিত পড়ুন

  • ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
  • টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দেওয়া হলো ২২,৫০০ কোটি
  • সিলেটে আদালত প্রাঙ্গণে ৩ আসামিকে গণপিটুনি
  • সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
  • দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
  • চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন বিএনপি নেতারা
  • ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
  • চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ
  • উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
  • বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ