রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির সমাবেশে প্রধান অতিথি খালেদা

ডিএমপির অনুমতি সাপেক্ষে অবশেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। মঙ্গলবার দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হবে। এতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।

রিজভী আহমেদ বলেন, ‘সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির কথা জানানো হয়েছে। এরপর আমরা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। তারাও আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন। নয়াপল্টনের সমাবেশ নির্বিঘ্ন করতে আমাদের সার্বিক নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়েছেন।’

সমাবেশ শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, ‘বিএনপির উদ্যোগে অনুষ্ঠেয় এ সমাবেশ দুপুর ২টায় শুরু হয়ে মাগরিবের নামাজের আগে শেষ হবে। এর ব্যাপ্তি হবে বাঁয়ে নাইটিঙ্গেল মোড় আর ডানে ফকিরাপুল মোড় পর্যন্ত।’

সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সমাবেশে যোগ দেবেন। সমাবেশ সফলের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, ‘আপনার অত্যন্ত সুশৃঙ্খলভাবে সমাবেশে আসবেন, যাতে রাস্তায় বা অন্য কোথাও যানজটের সৃষ্টি না হয়। একইসঙ্গে আপনারা কোনো রকম উস্কানির মুখেও কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাবেন না।’ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা মহানগরের শান্তিকামী জনগণকেও সমাবেশে যোগদানের আহ্বান জানান দলের যুগ্ম-মহাসচিব রিজভী।

ডিএমপির পক্ষ থেকে কী শর্তে অনুমতি দেয়া হয়েছে, জানতে চাইলে রিজভী আহমেদ বলেন, ‘ডিএমপির শর্ত অনুসরণ করেই আমরা সমাবেশ করবো। অতীতেও শর্ত মেনেই আমরা সমাবেশ করেছি। একটি সমাবেশ যেমন হয়, আগামীকালের (মঙ্গলবার) সমাবেশও তেমনই হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, কৃষক দলের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামম ছাত্রদলের সহ-সভাপতি মনিরা আক্তার রিক্তা প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল