বিএনপির সমাবেশ, সিদ্ধান্ত দেয়নি ডিএমপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে পরে সিদ্ধান্ত জানাতে চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। শনিবার সন্ধ্যায় ডিএমপি সূত্র এ তথ্য জানায়।
ওই সূত্র আরো জানায়, বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দফতরে এসে সমাবেশের অনুমতি চেয়ে কমিশনার বরাবর একটি আবেদন করেছে। তারা ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনার বিএনপি নেতাদের কথা শোনেন। সমাবেশের অনুমতির বিষয়টি দেখবেন বলে তিনি আবেদনপত্রটি রেখে দেন।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, ৫ জানুয়ারি রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। গোয়েন্দারা মাঠে রয়েছে। তাদের তথ্যের ওপর নির্ভর করছে সমাবেশের অনুমতি দেওয়া-না দেওয়ার বিষয়টি। এ ছাড়া সমাবেশের অনুমতি দিলেও একেবারেই শেষ দিকে এসে জানানো হতে পারে।
বিএনপির প্রতিনিধিদল কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ডিএমপি কমিশনার আবেদনপত্র গ্রহণ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, সমাবেশের অনুমতি দিতে সবরকম চেষ্টা করবেন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির প্রতিনিধিদল সমাবেশের অনুমতি পেতে একটি আবেদনপত্র নিয়ে বেইলি রোডস্থ ডিএমপির সদর দফতরে যায়।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর সারা দেশে পৌরসভার ভোট শেষে বিএনপির কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে রাজধানীতে ৫ জানুয়ারি সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে ডিএমপি কমিশনারের কাছে সোহরাওয়ার্দী উদ্যান ও সমাবেশে মাইক ব্যবহারের অনুমতির জন্য আবেদনপত্র নিয়ে যায় বিএনপি প্রতিনিধিদল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন