বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ইরাদ সিদ্দিকী বিমানবন্দরে গ্রেপ্তার
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে (৪৫) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ আজ বৃহস্পতিবার ভোর ৫টায় তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইরাদ জানিয়েছেন, তিনি নেদারল্যান্ডসে থাকেন।
কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানিয়েছেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া, বঙ্গবন্ধু ও বর্তমান সরকারকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও অশ্লীল মন্তব্য করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ইরাদ সিদ্দিকীর কাছ থেকে ফেসবুক পরিচালনা করার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
মো. আলিমুজ্জামান আরো জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম কয়েকদিন ধরেই চৌধুরী ইরাদের কার্যক্রমের ওপর নজর রেখেছিল। অনলাইন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপিসহ সারা দেশের একাধিক থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
মো. আলিমুজ্জামান বলেন, বিভিন্ন সময় ‘মেয়র চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী’, ‘জমিদার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী’ এবং ‘ইরাদবেরী ফিন’ নামে ফেসবুক আইডি খুলে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও অশ্লীল মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া তিনি নিজেকে ঢাকার ছায়া মেয়র (Shadow mayor) বলেও প্রচারণা চালাতেন। তাঁর এই অপতৎপরতার উৎস ফেসবুক আইডিগুলো জব্দ করা হয়েছে।
এর আগে ইরাদ আহমেদ সিদ্দিকী গত বছরের ২৫ সেপ্টেম্বর রাত ১০টার পর তাঁর নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। ওই স্ট্যাটাসে তিনি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন