বিএনপি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে
বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়ে বিএনপি ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। ভারত মুখ তুলে না তাকানোয় এখন দলটি (বিএনপি) মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মূলত জনগণের প্রতি আস্থা না থাকার কারণেই বিএনপির এমন বিদেশ নির্ভারতা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন।
শনিবার দুপুরে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মঞ্চ ও সাজ-সজ্জা উপকমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, রাজনীতিতে প্রকাশ্যে আমাদের কোনো শত্রু নেই। কিন্তু গোপন শত্রুর ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি চাইবে আওয়ামী লীগের ঐতিহাসিক এই সম্মেলন ভণ্ডুল হক। এ কারণে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সদস্যকে আগুন আখ্যা দিয়ে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে শুধু আওয়ামী লীগের পরিবারের সদস্যদের ছবি ব্যানার-পোস্টারে থাকতে পারে। আগামী ১২ অক্টোরের মধ্যে ব্যক্তি বিশেষের সকল পোস্টার, ব্যানার খুলে ফেলতে হবে।
সভায় দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, সারা দেশের মানুষ এই সম্মেলনের দিকে চেয়ে আছেন। সম্মেলনের ঘোষণার দিকে মানুষ চেয়ে আছেন। শৃঙ্খলা রক্ষার মধ্য দিয়ে সম্মেলনের সফলতা নির্ধারণ করতে হবে।
দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংসদ আসলামুল হক, কামাল আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন