বিএনপি জোটের অংশে ভিড়ছেন সাম্যবাদীর পাঁচ নেতা!
সাম্যবাদী দলের একাংশের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াকে ছেড়ে যাচ্ছেন কেন্দ্রীয় পাঁচ নেতাসহ ছয় জেলার নেতারা। বিএনপি জোটভুক্ত সাম্যবাদী দলের সাঈদ আহমেদের নেতৃত্বাধীন অংশে যোগ দিচ্ছেন তারা।
বুধবার বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) দিলীপ বুড়য়ার অংশের নেতা হারুন চৌধুরীর সেগুনবাগিচার বাসভবনে এক প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সাঈদ আহমেদ ছাড়াও দলের পলিটব্যুরোর সদস্য হারুন চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল সরদার,স্বপন আহমেদ, অরুন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় হারুন চৌধুরী দিলীপ বড়ুয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় ২০-দলীয় জোটভুক্ত সাম্যবাদী দলে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।
এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করে সাঈদ আহমেদ বলেন, অল্প কিছুদিনের মধ্যে এসব নেতা আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে যোগ দেবেন।
এদিকে হারুন চৌধুরীও বৈঠকে সাঈদ আহমেদের নেতৃত্বে কাজ করার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, “আমরা মে মাসের পরে দুই অংশকে একত্র করার জন্য কংগ্রেস আহ্বান করব। সেখানে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী অবস্থান নির্ধারণ করব।”
কেন্দ্রীয় পাঁচ নেতার সঙ্গে চট্টগ্রাম, কুষ্টিয়া, নরসিংদী, দিনাজপুর ও লক্ষ্মীপুর জেলার নেতারাও বিএনপি জোটের অংশে যোগ দেবেন বলে জানান হারুন চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন