বিএনপি তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এলেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক হতে হবে এমন কোনো কথা নেই, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষে নির্বাচন দিতে হবে। রবিবার সন্ধ্যায় গুলশানে দলীয় কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জয়ী বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কাল তিনি এ কথা বলেন।
এর আগে তার দল ও জোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতাদের সাথে মতবিনিময়কালে খালেদা বলেন, দেশে গণতন্ত্র নেই, বিএনপি ক্ষমতায় এলে বিএনপি গণতান্ত্রিক দেশ গড়বে।
তিনি বলেন, বিএনপি দমনই সরকারে একমাত্র নীতি। জোর করে ও পুলিশের জোরে ক্ষমতায় থাকা যায় না, এর পরিণতি হবে ভয়াবহ। সরকারে বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে খালেদা বলেন, দলীয়করণের মাধ্যমে সব সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে।
দেশে নানা সমস্যা আছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, বিদেশে অনেকে আছে যারা দেশে এসে কাজ করতে চায়। কিন্তু দেশ গণতান্ত্রিক পরিবেশ না থাকায় তারা দেশে আসছে না। তিনি আরও বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। জনগণ দেশকে আর কারও কাছে পরাধীন হতে দেবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন